নাঈমুজ্জামান নাঈম, নিজস্ব প্রতিবেদক
টঙ্গী ইজতেমা ময়দানে গত ( ১৮ই ডিসেম্বর) বুধবার মধ্যরাতে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলা পরিচালনাকারী সন্ত্রাসী সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এবং অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ইমাম উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এবং সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত সমাবেশে সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার।
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন, হাফেজ আমির উদ্দিন খান ও মুফতি আব্দুল কাইয়ুম খান, উপজেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহ-সভাপতি মাওলানা আসাদুর রহমান কাসেমী, মাওলানা লায়েছ উদ্দিন, উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা শওকত আলী, উপজেলা তাবলীগের শূরা সাথী বীর মুক্তিযোদ্ধা একেএম হারুন, পৌর ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক মুফতি নাসিরুদ্দিন রাহমানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল্লাহ সাইফী, ক্যাশিয়ার মাওলানা আবদুর রহমান, মাওলানা জালাল উদ্দীন সোহাগ ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহসহ অনেকে। এসময় উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম-খতিব, উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য এবং তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাওলানা নাজমুল হক, মুফতি আব্দুস সালাম আজাদ, মুফতি নাসিরুদ্দিন রাহমানি। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় ইসরায়েলের দালাল সাদপন্থীরা যারা ২০১৮ ইং সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র তাবলীগের সাধারণ সাথীদেরকে মারাত্মক আহত করে ছিল এবং ১৮ডিসেম্বর ২৪ইং এ আবার টঙ্গী ইজতেমার মাঠে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে ০৪ জনকে হত্যা করে এবং অনেকেই এ হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা বলেন, দেশের ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবি, সমন্বয়ক ও সর্বোচ্চ মহল এই সাদীয়ানী গ্রুপকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই সাদপন্থী সন্ত্রাসী গ্রুপকে মসজিদে দ্বীন ও তাবলীগের নামে তাদের সকল কার্যক্রকে নিষিদ্ধ করে অনতিবিলম্বে হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং এহেন সন্ত্রাসীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান অন্তর্র্বতীকালীন সরকারের নিকট।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
This website uses cookies.