শরিফুল রোমান,মুকসুদপুর
মুকসুদপুরে রেল স্টেশনে যাত্রা বিরতির জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৯ ডিসেম্বর রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ্যাডভোকেট মোঃ সোলায়মান সিদ্দীকি বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুকসুদপুর শাখার সভাপতি হাফেজ মোঃ গোলাম ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুকসুদপুর শাখায় সভাপতি জাহিদ আল মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সিসহ অনেকে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে জাহানারাবাদ এক্সপ্রেস ৮২৫/২৬ খুলনা- ঢাকা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/২৮ নামে দুই জোড়া ট্রেন পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন যাতায়াত শুরু করে। বিগত সরকারের আলমে এই এলাকার জনগণকে ট্রেন যোগে যাতায়াতের ব্যবস্থার জন্য অগ্রাগ্রধিকার ভিত্তিতে ট্রেন লাইন স্থাপনের কার্যত্রুম শুরু করেছিল। মুকসুদপুরে স্টোপেজ না থাকায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক টাকা ব্যয় করে মুকসুদপুর উপজেলার মুকসুদপুর রেল স্টেশন নির্মাণ করা হয়। এ বষয়ে মুকসুদপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষ বিভোর স্বপ্ন নিয়ে রয়েছে এখান থেকে ট্রেন করে ঢাকা যাবে আবার ঢাকা হতে ট্রেন করে বাড়ী ফিরবে। কেউ কেউ আবার যশোর, বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন যাতায়াত করবে।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.