Categories: রাজনীতি

পাবনায় রাজনৈতিক ছদ্মবেশে দস্যুবৃত্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সংলাপ

কায়সার আহম্মেদ, চাটমোহর

পাবনায় রাজনৈতিক ছদ্মবেশে চাঁদাবাজি, দখলবাজি ও রাহাজানির মত অপরাধ প্রতিরোধে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শহীদ বুলবুল সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গবেষণা ও পরামর্শসহ নানাবিধ বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন ছবির গল্প ও আজকের প্রজন্ম ফোরাম। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাইউম উল হাসানের সঞ্চালনায় সংলাপে সরকারি এডওয়ার্ড কলেজ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীরা অংশ নেন। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুলবুল সরকারি কলেজ জাসাসের সমন্বয়ক শেখ মামুন।

সংলাপে শিক্ষার্থীরা ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্খা ব্যক্ত করেন। এক্ষেত্রে রাজনৈতিক ছদ্মবেশে সমাজ ও রাষ্ট্রে অপকর্ম প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক পরিচয়ে নিজের স্বার্থ হাসিলে বাজার-ঘাট ও বালুমহালসহ বিভিন্ন জায়গায় নানা অপকর্ম করে বেড়ান সুযোগ সন্ধানীরা। আগামীর বাংলাদেশে এসব দেখতে চান না বলেও জানান শিক্ষার্থীরা। এই লক্ষ্যে অযোগ্য ও নীতি-আদর্শ বিবর্জিত লোকদের রাজনীতিতে সম্পৃক্ত না করার পরামর্শ দিয়ে শিক্ষার্থীরা বলেন, মেধাবী ও আদর্শবান তরুণদের রাজনীতিতে আনতে হবে। ভোগবিলাসী নয়, ত্যাগী ও সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসতে হবে বলেও জানান তারা। একইসাথে তারা বলেন, এসব দস্যুবৃত্তির বিরুদ্ধে লড়াই কেবল রাজনৈতিক দলগুলোর একার লড়াই নয় বরং শিক্ষার্থী-পেশাজীবিসহ সকল নাগরিকের লড়াই।

সংলাপে শিক্ষার্থী ও দর্শকদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। টেলিফোনে দেয়া বক্তৃতায় তারা দুজনেই রাজনৈতিক ছদ্মবেশে দস্যুবৃত্তির বিরুদ্ধে দলগুলোর লড়াইয়ে সচেতন নাগরিকদের পাশে থাকার আহবান জানান। সংলাপে সভাপতির পর্যালোচনামূলক বক্তব্যে পাবনা জেলা জাসাসের আহবায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ মেধাবী, আদর্শবান ও যোগ্য তরুণদের রাজনীতিতে আসার ব্যাপারে জোর দেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

2 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

2 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

2 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

2 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

2 hours ago

চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…

2 hours ago

This website uses cookies.