Categories: সারাদেশ

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ,তাপমাত্রা ১০ ডিগ্রি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বইছে মৃদূ শৈতপ্রবাহ, ঠান্ডা আর সঙ্গে হিমেল বাতাসের দাপটে কাবু হয়ে পরেছে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নিদারুন কষ্টে রয়েছেন ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদী তীরবর্তী, চরাঞ্চলের খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

আকাশে মেঘ থাকায় দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না। কাজের সন্ধানে ঘরের বাইরে যেতে পারছেন না শ্রমজীবিরা। চরাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কষ্টে পড়েছেন তারা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১২ কি.মি.। আর্দ্রতা ৯৯ শতাংশ। গতকাল বুধবার (৮ জানুয়ারি) একই সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে ২৪ ঘন্টার ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এসব তথ্য জানান রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। আরও নিম্নগামী হয়ে ৪-৫ দিনের মধ্যে জেলা জুড়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। আকাশে মেঘ থাকায় গত ২৪ ঘন্টায় সূর্যের দেখা মেলেনি। সে-সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়ায় দূর্ভোগ বেড়েছে মানুষের। এ অবস্থায় চরম দূর্ভোগে পরেছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাসে শীতল হয়ে পরছে রিকশা চালক, ভ্যানচালক, ঘোড়ার গাড়ি চালক সহ শ্রমজীবী মানুষ।

এদিন সকালে ভ্যানে ভাড়া নিয়ে জেল শহরমুখী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গার মজিবর মিয়া (৫০)! তিনি বলেন, “ভ্যানোত চড়িয়্যা শিরশির করি ঠান্ডা বাতাস গাওয়োত নাগবের নাগছে! মনে হয় হাত পাও ছিড়ি যায়! মনটা চায় না গাড়ি চালাং! না চালালেই খাইম কী? একই দিন রিকশা নিয়ে বের হয়েছেন ঘোগাদহের ইউনিয়নের রিকশা চালক আব্দুল মালেক (৫২)। তিনি বলেন, ঠান্ডা বেশী হওয়ায় রাস্তা ঘাটে মানুষ কম! এক ঘন্টা হয়ে গেইল এল্যাও ভাড়া মিলিল না! তার মইদ্যে দুই দিন ধরি সূর্য উটে না! খাটি খাওয়া মাইনষের সোগ দিকে মরণ!

কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র কেনার জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার পিস কম্বল উপজেলা সমূহে বিতরন করা হয়েছে। আরও ৫ হাজার কম্বল মজুদ রয়েছে তা বিতরণ করা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট, ভালুকায় কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালীতে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিঃ এর অভ্যন্তরে গত (১৫ এপ্রিল…

12 hours ago

সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক…

12 hours ago

গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের…

16 hours ago

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা…

2 days ago

সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন

বাকস্বাধীনতার পক্ষে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ‘সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার’ হিসেবে তিনি…

2 days ago

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে আইনি নোটিশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ…

2 days ago

This website uses cookies.