৫ আগস্ট নির্বাচন চান বিএনপি নেতা সালাহউদ্দিন

প্রলয় ডেস্ক

দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন যে দিন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এই দিনটাকে স্মরণ করে রাখতে ৫ আগস্ট নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই ‘গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং ৪০ থেকে ৪৫ বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্য আছি। তাই আমরা বুঝি কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। তাই আমরা বলছি, নির্বাচন করার জন্য নির্বাচনি আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্ব হয়, তাহলে কেন বিলম্ভ হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে; এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করেনি। আমি আশা করবো দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ডাল হিসেবে পাহারা দিয়েছিলো রাজনৈতিক দলগুলো। কেউ এটা ভাববেন না এই আন্দোলন ১০ থেকে ১৫ দিনে হয়ে সফল হয়েছে। এটা ঠিক নয়, গত ১৬ বছরের আন্দোলনের মাধ্যমে জুলাই-আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে।

জুলাই-আগস্ট অভ্যুত্থান নতুন রাষ্ট্র গঠনের সুযোগ উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান যে জাতি গড়ার সুযোগ দিয়েছে সেটাকে আমরা যাতে কেউ হেলায়-ফেলায় নষ্ট না করি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গত ৫ মাসে সরকার কোনো দক্ষতার পরিচয় দিতে পারে নাই। বর্তমান সময়ে যেভাবে আন্দোলন হচ্ছে এগুলো বন্ধ না হলে পরিস্থিতি এলোমেলো হয়ে যেতে পারে। সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নাই। তাই আমি বলবো নূন্যতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

আলোচনা সভায় বিজেএ-এর সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নরুল হক নূর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

প্রলয় ডেস্ক

Recent Posts

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

2 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

2 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

2 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

2 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

2 hours ago

চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…

2 hours ago

This website uses cookies.