কেরানীগঞ্জে আবারও র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর টাকা লুট : মামলা নেয়নি থানা পুলিশ

বনিআমিন, কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে অর্ধ কোটি টাকা লুটের ঘটনার চার দিনের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার হোসেন আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন আলী সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে এই টাকা লুটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হোসেন আলী ব্যবসায়িক ২২ লক্ষ টাকা নিয়ে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর থেকে নিজ বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর এলাকায় যাওয়ার জন্য সিএনজি যোগে মোল্লা বাজার যাওয়ার পথে নাজিরের বাগ এলাকায় র‍্যাব পরিচয়ে ৬/৭ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। এরপর তাকে নারী নির্যাতন মামলার আসামি উল্লেখ করে জোরপূর্বক হাতে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে ফেলে। পরবর্তীতে গাড়িতে তুলে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানোর পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা মাওয়া হাইওয়ের তেঘরিয়া এলাকায় ফেলে রেখে চলে যায়। ঘটনার সময় তাদের প্রত্যেকের গায়ে র‍্যাব লেখা জ্যাকেট হাতে ওয়াকিটকি এবং গাড়িতে র‍্যাবের স্টিকার লাগানো ছিল।

এর আগে গত ১৩ই ফেব্রুয়ারি একই ধরনের ঘটনায় রাসেল মিয়া নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ বিক্রির ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার পর চারদিন পার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। এমনকি এ ঘটনায় থানায় কোন মামলা পর্যন্ত নেয়া হয়নি।

এ প্রসঙ্গে ভুক্তভোগী রাসেল মিয়া জানান, ২৪ বছর সৌদি আরবে ছিলাম। গত দেড় মাস আগে দেশে ফিরে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করি। এতে আমার টাকার প্রয়োজন হলে এত বছরে স্ত্রীর জন্য পাঠানো সমস্ত স্বর্ণের গয়না বিক্রি করে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে সিএনজিযোগে যাওয়ার সময় সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি তবে পুলিশ এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করেনি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পরিবার-পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রবাসীর টাকা লুটের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। পুলিশ বেশ কিছু সূত্র ধরে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও আরো একটি ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য টহল জোরদার করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই আসামিরা গ্রেফতার হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

2 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

2 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

2 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

2 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

3 hours ago

চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…

3 hours ago

This website uses cookies.