ওসিকে শুভেচ্ছা জানাতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতারা

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা থানায় সদ্য নিযুক্ত ওসিকে ফুলের শুভেচ্ছা জানাতে থানায় গিয়ে গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মী ও যুবলীগ-সেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর ছবি নিয়ে ব্যাপক সমালোচনা ঝড়। গত সোমবার (১৭ ফেব্রম্নয়ারি) বেলা ১২ টার দিকে ভাঙ্গা থানায় এ ঘটনা ঘটে। এরপর থেকেই গত দুই দিন ধরে চলছে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা শাখার আহ্বায়ক আনিচুর রহমান জানায়, এ বিষয়ে গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা শাখার পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরু মাতুব্বরের সাথে গণঅধিকার পরিষদের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।

গত ১৭ ফেব্রম্নয়ারি ভাঙ্গা থানায় নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের অফিসে শুভেচ্ছা বিনিময়কালে গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার যুগ্ন সদস্য সচিব করিম শরীফকে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের দোসর মোঃ মিরু মাতুব্বর এর সাথে ছবি তোলায় তাকে সমায়িক অব্যাহতি প্রদান করা হলো। যা আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের ভাষ্য- আহ্বায়ক আনিচ তাকে জানায়, ওই দুই নেতা আগে আওয়ামী লীগ করতো। তারা গণঅধিকার পরিষদে নতুন যোগ দিয়েছেন। এই থানায় তিনি সবে মাত্র যোগদান করেছেন, সবাইকে ঠিকমত চিনেন না তিনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওসির সঙ্গে সাক্ষাতের আগে থানার ফটকে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতাকে নিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক, মোঃ আনিচুর রহমান ও সদস্য সচিব, মোঃ আতিকুল্লাহ্ হেলাল সহ কয়েকজন নেতাকর্মীরা ছবি তুলছেন। এরপর ওসিকে ফুলের তোড়া দিচ্ছেন- ওসির বায়ে দাড়িয়ে লাল পাঞ্জাবী পরা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-সম্পাদক মিরু মাতুব্বর ও কালো গেঞ্জি-চোখে চশমা পরিহিত উপজেলা যুবলীগ নেতা বিপুল মুন্সী ও গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার অন্নান্য নেতাকর্মীরা।

এছাড়াও আরেকটি ছবিতে ওই যুবলীগের ও সেচ্ছাসেবকলীগের নেতাকে সাবেক এমপি নিক্সন চৌধুরীর সাথে ফুলের মালা গলায় দিতে দেখা যায়। অন্যদিকে, প্রেস বিজ্ঞপ্তির পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু জানায়, মিরু মাতুব্বর ও বিপুল মুন্সি সাবেক এমপি নিক্সনের সমর্থিত কর্মী ছিলেন। তাদের লালন-পালন করতো আওয়ামী-বিএনপিলীগের সুবিধাবাদি স্থানীয় জাফর মুন্সী ও সাবেক জনপ্রতিনিধি বাকি মাতুব্বর।

আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ স্বরণ মুন্সী জানায়, গনঅধিকার পারিষদ ভাঙ্গা শাখা কমিটির নেতাদের সঙ্গে যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাদের আশ্রয় প্রশ্রয় দিলে তাঁর দায়ভার তাদেরকেই নিতে হবে।

গত ৫-ই আগষ্টের পর আওয়ামী লীগের ফ্যাসিবাদদের দোষররা ভোল পাল্টে বিএনপি সহ অন্নান্য দলগুলোতে আশ্রয় নেবার চেষ্টা চালাচ্ছে। এজন্য সবাইকে আরও সচেতন হতে হবে। এ বিষয়ে মিরম্ন মাতুব্বর ও বিপুল মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায় নি। তারা ফোন কল রিসিভ করেন নি।

প্রলয় ডেস্ক

Recent Posts

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

1 hour ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

4 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

4 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

4 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

4 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

4 hours ago

This website uses cookies.