পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুরে সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম (৭০) নামে কুরআন তেলাওয়াতরত এক বৃদ্ধার গহনা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ মার্চ) ভোরে পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়
ভুক্তভোগী মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করলে মো. মিলন শেখ (৪০) নামে একজনকে আটক করে পুলিশ। আটক মিলন শেখ পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে।
বুধবার (৫ মার্চ) পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, গতকাল মঙ্গলবার সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় হটাৎ করে আন্ত জেলা চোর চক্রের সদস্য মিলন শেখ তার ঘরে প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার জন্য গলায় হাত দেয়। এসময় মর্জিনা বেগম পিছন দিকে তাকিয়ে আসামি মিলন শেখকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে এবং তার গলার চেইন রক্ষা করার চেষ্টা করে। আসামি মিলন শেখ চেইন চুরি করার জন্য মর্জিনা বেগমকে গলা চেপে ধরে মারপিট শুরু করে।
একপর্যায়ে মিলন শেখ মর্জিনা বেগমের গলায় থাকা ১টি লকেট সহ স্বর্নের চেইন এবং কানে থাকা এক জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। দুল কান থেকে টেনে নেওয়ার সময় মর্জিনা বেগমের ডান কানের লাতি ছিড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক
করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
This website uses cookies.