বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

পূবালী ব্যাংকে শরীফুন নাহারের ডিএমডি পদোন্নতিতে ব্যাপক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার

পূবালী ব্যাংকে শরীফুন নাহারের ডিএমডি পদে পদোন্নতিতে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। কোন ধরনের ব‍্যাংকিং দক্ষতা না থাকা শত্ত্বেও ৭ হাজা কোটি টাকার এক্সপ্রোসারের প্রিন্সিপাল শাখায় তাকে দায়িত্বে রাখা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে শাখার কয়েকজন কর্মকর্তা জানান, ব‍্যাংকিং দক্ষতাতো দূরের কথা -কিভাবে সহকর্মিদের সাথে পেশাদারিত্ব আচরন করা হয় সেই দক্ষতাও সরীফুন নাহারের নেই।  কোন ধরনের ইন্টারভিও ছাড়াই ডিএমডি প্রমোশনে প্রশ্ন উঠেছে ব্যবস্থাপনা কমিটির উপর।

এ বিষয়ে গত ২৫/০২/২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় চাকরিরত কর্মচারী আবুল কাশেম মৃধা অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সদ্য পদোন্নতি ডিএমডি শরিফুন নাহারকে কল দিলে ফোন রিসিভ করেন এজিএম। তিনি বলেন ম্যাডাম ব্যস্ত আছেন আপনাকে পরে কল দিবেন।

পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ করেননি। এ বিষয়ে ব‍্যাংকের ব‍্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম‍্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়