বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
সুমন ভট্টাচার্য,নিজস্ব সংবাদদাতা
টাঙ্গাইলে শ্রেষ্ঠ এস আই হিসাবে নির্বাচিত হয়েছেন রামকৃষ্ণ দাস।
এস আই রামকৃষ্ণ টাঙ্গাইল সদর থানায় গত ফেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ হয়ে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের অধিকারী হয়েছেন। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে তিনি এমন গৌরবের কৃতিত্ব অর্জন করেছেন।
গত সোমবার (১৯ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন রামকৃষ্ণ দাসকে।
টাঙ্গাইল সদর থানার এসআই রামকৃষ্ণ দাসকে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের শ্রেষ্ঠ এস আই হিসেবে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
এস আই রামকৃষ্ণ দাস গত ফেব্রুয়ারী মাসে নিখোঁজ ভিকটিম উদ্বার ১১ , জি আর ওয়ারেন্ট নিস্পত্তি ৬টি ,এছাড়া বিভিন্ন মামলার আসামী ৯ জনকে গ্রেফতার এবং ইয়াবা ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করে।
এ কল্যাণ সভায় উপস্থিত টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল থানার ওসি উপস্থিত ছিলেন।