বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স বনপাড়ায় শুক্রবার (২১ মার্চ) উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নাটোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন খান, নাটোর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ইমাম, ডাক্তার ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।