ফুলবাড়িয়ার সন্তোষপুর বনে অগ্নিকাণ্ডের নেপথ্যে যে কারণ

স্টাফ রিপোর্টার

মধুপুর বনাঞ্চলের কুল ঘেঁষা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল। শাল গজারির এ বনে ঈদের দিন ও ঈদের তৃতীয় দিনে পূনরায় আগুন লাগার ঘটনায় হতবাক স্থানীয়রা। অনেকেই এ অগ্নিকান্ডের নেপথ্যে সংরক্ষিত বনের ভিতরে জনসমাগম কে দায়ি করছেন। সুত্র বলছে ঈদের দিন থেকে সংরক্ষিত বনে পরপর দুদিন আগুন লাগার ঘটনাসহ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। দর্শনার্থীদের উপস্থিতিকে কেন্দ্র করে প্রতিনিয়তই বাড়ছে অপরাধ। এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) পুড়ে যাওয়া বাগান পরিদর্শন করেছেন রসুলপুর রেঞ্জের রেঞ্জ অফিসার।

স্থানীয়রা জানান,সন্তোষপুর বনাঞ্চলের বন্যপ্রানী ও মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিবছরের ন্যায় এবছরও ঈদকে ঘিরে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীদের সমাগম হওয়ায় এ উপলক্ষে বিট অফিস সংলগ্ন খোলা মাঠে এক শ্রেণীর দোকানিরা শিশুদের খেলাধূলার দোকানসহ খাবারের দোকানের পসরা সাজিয়ে বসেন।
সোমবার (৩১ মার্চ) ভরদুপুরে বিট অফিসের কাছেই রোপিত ১০ হেক্টর বেত বাগানের অংশে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ শতক জায়গায় আগুন লাগে। যদিও পৌনে এক ঘন্টার মধ্যেই স্থানীয়দের সহায়তায় বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকান্ডে বনের বেতগাছসহ আরও অনেক বনজ গাছ পুড়ে গেছে। এ ঘটনার দু দিন পর বুধবার আবারও আগুন লাগলে তা সাথে সাথেই নিভিয়ে ফেলেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখাযায়, রসুলপুর রেঞ্জের আওতাধীন সন্তোষপুর বনের শাল গজারী গাছের নিচে ২০১০-২০১১ অর্থ বছরে সৃজিত বাগানের আংশিক বেতগাছ পুড়ে কয়লা হয়ে গেছে। এছাড়াও কয়েকটি গজারি গাছের গোড়ায় আগুন লেগে গোড়ালির আংশিক কালো আকার ধারণ করেছে। বিড়ি সিগারেটের আগুন থেকে গজারীগাছের শুকনো পাতায় আগুন ধরে গাছগুলো পুরে যাওয়ার ভাষ্য স্থানীয়দের।
সন্তোষপুর বনাঞ্চলের মোট জায়গার পরিমাণ প্রায় ৩ হাজার ৬শ’ একর। শালবন রক্ষার্থেই মূলত সেখানে সুফল প্রকল্পের মাধ্যমে ১০ হেক্টর জায়গা জুড়ে বেত গাছ লাগিয়েছে বন বিভাগ। তবে বিভিন্ন সময় এক শ্রেনীর অসাধু বনখেকোরা বনের গাছ কেটে ফেলাসহ বনের জায়গা জবর দখল করে আসছে দীর্ঘদিন ধরে।

সন্তোষপুর এলাকার হাসিবুল, ফাহাদ বলেন, ঈদের দিন সন্তোষপুর সামাজিক বনের বানর দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা দেয়। ভিড়ের ফাঁকে কেউ হয়তোবা গজারি গাছের শুকনো পাতায় আগুন ধরিয়েছে আর নয়তো সিগারেটের আগুন থেকে আগুন লেগে গাছগুলো পুড়েছে। সংরক্ষিত বনের সুরক্ষায় বনে শর্ত সাপেক্ষে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন।
বন রক্ষায় দর্শনার্থীদেরকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।

সন্তোষপুর বিট অফিসার মোঃ এমদাদুল হক জানান,সুফল প্রকল্পের অর্থায়নে রোপিত এ এন আর প্রকল্পে টহলকালিন আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমি ও আমার স্টাফরা মিলে উপস্থিত লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন,বনে আগুন লাগার ঘটনায় একটি অভিযোগ হয়েছে , তবে বিড়ি সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটতে পারে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

12 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

16 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

17 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

17 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

17 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

17 hours ago

This website uses cookies.