ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিহাট বাজারে মঙ্গলবার দুপুরে সালিশ বৈঠকের মধ্যে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২০ গ্ৰামবাসি আহত হয়। এসময় উভয়পক্ষের ১০ টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রাজীব (২৮) এবং লিমন (২৬) নামক দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, হরিহাট বাজারে দুটি দোকানের পজিশন নিয়ে ঐ এলাকার চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ সালিশ বৈঠকের আয়োজন করে। এরমধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন পশ্চিম আলগী গ্রামের দেলোয়ার মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন আলী মাতুব্বর।
স্থানীয় হরিরহাট বাজারে দুটি দোকান বিক্রি নিয়ে এ বিরোধের সূত্রপাত হয়। বেশ কয়েকবার এ নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে। মঙ্গলবার এ দিয়ে শালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান. ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের হরিরহাট বাজারে দোকানের পজিশন নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত ও বাড়িঘর ভাঙচুরের মত ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.