Categories: সারাদেশ

ময়মনসিংহে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, বিনা বিচারে কারাগারে

মোঃ আনোয়ার হোসেন

ময়মনসিংহে দৈনিক পলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা সোবেদ আলী ওরফে রাজা (৪০) কে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অশ্লীল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ঘটনা সাজিয়ে দায়েরকৃত মামলায় গত ২১ এপ্রিল গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সেই হতে বিনা বিচারে কারাগারে রয়েছে এই সাংবাদিক।

মামলাটি দায়ের করেছেন -ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গোহাইলকান্দি মৃত কাউছার হোসেনের ছেলে রেজাউল করিম। অপরদিকে গ্রেফতারকৃত রাজা হলেন-কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ইসলামপুর এলাকার আঃ হাই এর ছেলে। উনি কোতোয়ালী থানার আরকে মিশন রোডে ভাড়া বাসায় বসবাস করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারকারী বাদী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় ময়মনসিংহ বিভাগের প্রধান হিসেবে কর্মরত। গত ১২ মার্চ গ্রেফতারকৃত আসামী রাজাসহ পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে হোয়াটস এ্যাপ নং-৪৪৭৪১১৫৭৩৫১৪ হতে বাদীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ফোন করে ১টি অশ্লীল ভিডিও (পর্ণ) তৈরী করে বাদীর মোবাইল ফোনে প্রেরন করে রাতের মধ্যেই ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে অশ্লীল ভিডিও (পর্ণ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করার হুমকি দেয়। পরবর্তীতে ১৩ মার্চ রাতে সাংবাদিক ইবনে ইউনুস নামীয় ফেইসবুক আইডিতে দেখতে পাই যে, উক্ত আইডিতে বাদীর সাথে এক নারীর ছবি সংযুক্ত করে অশালীন ও কু-রুচিপূর্ণ, অশ্লীল (পর্ণ) তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করেছে। গোপনে মোবাইলে ধারনকৃত অম্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সমাজের চোখে বাদীকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ আনয়ন করে গ্রেফতারকৃত আসামীসহ আরো কয়েকজনের বিরুদ্ধে গত ৮ এপ্রিল কোতোয়ালী থানায় বাদী এজাহার দায়েরের প্রেক্ষিতে ২০১২ সসের পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় ২৩ নং মামলাটি রুজু হয়। এই মামলায় পুলিশ এই সাংবাদিককে গ্রেফতার করে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে। আদালত পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ প্রদান করেন।

অনুসন্ধান ও আদালত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বাদীর ব্যক্তিগত ফেসবুক লিংক থেকে অশালীন ও কু-রুচিপূর্ণ, অশ্লীল কোনো ধরণের ছবি বা ভিডিও প্রকাশ করার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এজাহারে উল্লেখ নাই। বাদীর সাথে এই আসামীর মোবাইল ফোনের মাধ্যমে পূর্ব কথোপকথনসহ কত তারিখ কোন সময় আসামী বাদীকে ফোন করে কথিত চাঁদা দাবি করেছে, এর কোনো সুনির্দিষ্ট সময় বা তারিখ মামলার এজাহারের কোনো অংশে উল্লেখ নাই। যার প্রেক্ষিতে এই এজাহারটি আইনী ভাবে ত্রুটিপূর্ণ।
এমনকি মামলার এজাহারে উল্লেখিত মোবাইল নাম্বার-৪৪৭৪১১৫৭৩৫১৪ টি বাংলাদেশী কোনো নাম্বার না হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে এই নাম্বার ব্যবহার করাও সম্ভব নয় এবং আসামীর ব্যবহৃত কোনো মোবাইলে এই নাম্বারের কোনো সীম ব্যবহার করা হয়েছে এই মর্মে কোন তথ্য প্রমাণাদির বিষয়ে পুলিশ ফরওয়ার্ডিংএ উল্লেখ করা হয় নাই। এমনকি গ্রেফতারকৃত এই আসামীর নিকট থেকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বা আসামীর ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস যাচাই বাছাই করেও অপরাধের সাথে জড়িত কোনো অবৈধ আলামত (যেমন: মোবাইল বা অন্য কোনো ইলেট্রনিক্স ডিভাইস) জব্দ তালিকা মূলে উদ্ধার হয় নাই।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মতিউর রহমানের সাথে যোগাযোগ করলে উনি জানান, এজাহারে উল্লেখ আছে সাংবাদিক ইবনে ইউনুসের ফেসবুক আইডি থেকে অপপ্রচার করা হয়েছে। এই আসামীর কাছ থেকে কোন আলামত উদ্ধার হয় নি। যে নম্বর থেকো চাঁদা দাবি করা হয়েছে এসংক্রান্তে তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা চলছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট, ভালুকায় কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালীতে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিঃ এর অভ্যন্তরে গত (১৫ এপ্রিল…

2 hours ago

সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক…

3 hours ago

গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের…

6 hours ago

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা…

1 day ago

সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন

বাকস্বাধীনতার পক্ষে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ‘সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার’ হিসেবে তিনি…

1 day ago

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে আইনি নোটিশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ…

1 day ago

This website uses cookies.