কিশোরগঞ্জের ভৈরবে দুলাভায়ের হাতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর শ্যালক খুনের ঘটনায় দুলাভাইকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এ ঘটনায় অপর শ্যালক গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
নিহত রাকিব (১৩) ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে মানিকদী নয়াহাটি গ্রামের সামসুল হকের ছেলে। সে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটক ছিলো এবং আহত মোঃ জিসান (১৬) রাকিবের আপন বড় ভাই। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই ফারুক মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দুপুরে ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ১১টার দিকে শ্যালক দুইভাই এর মধ্যে বাকবিতন্ডায় এক পর্যায়ে দুলাভায়ের রডের আঘাতে নিহত হয় রাকিব এবং ছুরিকাঘাতে গুরুতর আহত হয় অপর শ্যালক জিসান।
পরিবার সুত্রে জানা যায়, রাকিবের বোন নাবিলা ও দুলাভাই ফারুক পাঁচ বছর আগে প্রেমের বিয়ে করেন। তারা সম্পর্কে ফুফাতো ভাই ও মামাতো বোন হয়। পাঁচ বছরে সংসারে তাদের দুইটি সন্তান জন্মগ্রহণ করেন। শুরু থেকে ফারুক নেশাগ্রস্ত ছিলো এ জন্য প্রেমের বিয়ে সম্পর্ক মানতেও চাননি নাবিলার পরিবার। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করায় নাবিলার পরিবারের সাথেও ফারুকে সম্পর্ক খারাপ ছিলো। সর্বশেষ (৯ মে) শুক্রবার বিকালে নাবিলা ও ফারুকের মধ্যে ফের ঝগড়াঝাটি হলে, নাবিলা ও তার দুই সন্তানকে মেরে বাড়ি থেকে বের করে দেন ফারুক। পরে নাবিলাে ছোট ভাই রাকিব ও জিসান রাতে বাড়ি ফিরে এসে জানতে পারে, তাদের দুলাভাই ফারুক তাদের বোন ও ভাগ্নেদের মারধোর করে বাড়ি থেকে বের দেয়। এ ঘটনা জিজ্ঞাসা করতে গেলে ফারুকের সাথে রাকিব ও জিসানের বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে তাদের বোন কোথায় আছে বের করে দিতে বলে রাকিব, না হয় ভালো হবে না বলে দুলাভাইকে হুশিয়ারি দেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে রড দিয়ে রাকিবের মাথায় একাধিক আঘাত করেন ফারুক এবং ছুড়ি দিয়ে জিসানকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় তাদের। ঢাকা নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয় এবং জিসান বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছেন বলে জানান পুলিশ।
ঘটনার সত্যতা জানিয়ে এএসপি সার্কেল নাজমুস সাকিব বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ঢাকা থেকে আনা হচ্ছে, বাদি ঢাকা থেকে আসলে এ ঘটনায় মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রলয়/নাদিয়া
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.