সদরপুরে হিন্দু সম্প্রদায়সহ তিন শতাধিক মানুষের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লার হাত ধরে বাবু ঠাকুর ও রবি ঠাকুর নামে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যাক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। এ সময় স্থানীয় শহীদ মোল্লা ও উসমান মোল্লার নেতৃত্বে তিন শতাধিক মানুষ এ দলটিতে যোগদান করেন।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ঘ্যানার বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস ভাষণচর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।

সংঠগনের ভাষাণচর ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী, বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মুফতী আরিফ বিল্লাহ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সদ্য যোগদানকৃত বাবু ঠাকুর তার বক্তব্যে বলেন, যারা কুরআন পড়ে, নামাজ পড়ে তারা কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। মামুনুল হক সাহেবকে আমি অনেক পছন্দ করি। হুজুরদের এসব ভালো কাজ দেখে আমি এ দলে যোগদান করেছি। তিনি আরও বলেন, মিজান ভাই আমাদের এলাকার ভাই। সুখে দুখে, বিপদে আপদে আমরা সব সময় তাকে আমাদের পাশে পাবো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর আগে আলেমদের মধ্য থেকে বেশ কয়েকজন এমপি ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা রাজনীতি করে জেল হাজতে যায়নি। আলেমরা যদি ক্ষমতায় যায় দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক থাকবে না। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার সকল অপরাধ শিকড় থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ঈমানী দায়িত্ব যাদের মধ্যে আছে তারা কখনো চুরি করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারেনা, সন্ত্রাসী, চাঁদাবাজি করতে পারেনা, মানুষকে কোন ভাবে হয়রানি করতে পারেনা। ইসলামের পক্ষে থাকলে আল্লাহকে খুশি করা যায়, রাসুলকে খুশি করা যায়। সুতরাং আমরা ইসলামের পক্ষেই থাকবো।

 

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

5 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

10 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

10 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

10 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

10 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

10 hours ago

This website uses cookies.