ঘটনা ২০০৫ সালের। সিনেমা ‘বান্টি অউর বাবলি’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। এ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন ও রানী মুখার্জির রসায়ন সেই সময়ে অন্যতম চর্চার বিষয় ছিল। পর্দার বাইরেও তাদের রসায়ন ঘিরে নানা জল্পনা পাখা মেলেছিল। আবার সেই সিনেমাতেই অতিথি শিল্পী ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।
‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান ‘কাজরা রে’ বাবা ও ছেলের সঙ্গে ঐশ্বরিয়ার নাচ আজও চর্চায় উঠে আসে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ওই গানটিই ঐশ্বরিয়া ও অভিষেকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সিনেমাতে এ গানটি নিয়ে খুব একটা খুশি ছিলেন না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনেত্রী ঐশ্বরিয়ার এই গান যাতে সিনেমাতে না রাখা হয়, সেই চেষ্টাও করেছিলেন বিগবি।
সে কথাই দীর্ঘদিন পর সিনেমার পরিচালক শাদ আলি জানিয়েছেন। এই গান শুনে পছন্দ হয়নি সিনেমার প্রযোজক যশ রাজেরও। তারা মনে করেছিলেন— সিনেমাতে এই গানটিই সবচেয়ে কম জনপ্রিয় হবে। শাদ আলি বলেন, অমিতজি বলেছিলেন— এই গানটির শুটিং করারই দরকার নেই। কিন্তু অতিকষ্টে প্রযোজনা সংস্থা ও অমিতাভকে রাজি করিয়েছিলেন তিনি। তার বিশ্বাস ছিল— এই গানটি বিপুল জনপ্রিয় হবে।
যেমন ভাবা, তেমন কাজ। গানটি আলিশা চিনয়কে দিয়ে গাইয়েছিলেন শাদ। গানের প্রদর্শনে যাতে কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়েও সতর্ক ছিলেন পরিচালক। তাই লাস্যময়ী ঐশ্বরিয়ার দুই পাশে অমিতাভ ও অভিষেককেই রেখেছিলেন তিনি।
তখনো অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেম শুরু হয়নি। তাই অমিতাভ তখনো হবু শ্বশুর নন। স্রেফ সহকর্মী হিসেবেই তখন তারা কাজ করেছিলেন। পরে যে সম্পর্ক সম্পূর্ণ অন্যদিকে মোড় নেবে, তা তারাও কল্পনা করেননি বলে জানান শাদ আলি।
প্রলয়/তাসনিম তুবা
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…
This website uses cookies.