ভারতীয় টেস্ট দলের জন্য এক নতুন অধ্যায় শুরু হলো। বিরাট কোহলি ও রোহিত শর্মার এক সপ্তাহেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, দুজনই কি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন? শেষ পর্যন্ত মে মাসের প্রথম ভাগেই একে একে অবসরের ঘোষণা দেন দুই মহারথী।
শনিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮ সদস্যের দল ঘোষণা করে নির্বাচক কমিটি। এরপর সংবাদ সম্মেলনে নির্বাচক প্রধান অজিত আগারকার বলেন, ‘যখন এমন ক্রিকেটাররা বিদায় নেয়, যারা ক্রিকেটেরই কিংবদন্তি, তখন কাজটা কঠিন হয়ে দাঁড়ায়, তাদের রেখে যাওয়া শূন্যস্থানটা অনেক বড় হয়ে দাঁড়ায়। তবে অন্যভাবে দেখলে, এটা অন্যদের জন্য সুযোগ।’
বিরাট কোহলি নাকি এপ্রিলের শুরুর দিকেই বোর্ডকে অবগত করেছিলেন তার সিদ্ধান্তের কথা। আগারকারের কথা, ‘বিরাট এপ্রিলের শুরুতেই বিষয়টা জানিয়েছিল। তার মনে হয়েছে সে তার সবকিছু দিয়ে দিয়েছে। যদি তার মনে হয় সে তার মানদণ্ডের মতো করে পারফর্ম করতে পারবে না, তাহলে সেটাকে আপনার শ্রদ্ধা করতেই হবে।’
তিনি আরও যোগ করেন, ‘তারা একটা লেগ্যাসি ফেলে গেল। শেষ কয়েক মাসে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা কোহলিকে দেখেছি প্রতিটি বলে নিজের সামর্থ্যের ২০০ ভাগ ঢেলে দিতে। তবে তার মনে হয়েছে নিজের মতো করে সে আর পারফর্ম করতে পারবে না, তাই সে অবসরে গেছে।’
কোহলি-রোহিতের বিদায়ের পরই নতুন করে শুরু হয়েছে টেস্ট দল গঠনের কাজ। দুই তারকার জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ সাই সুদর্শন ও অভিজ্ঞ করুণ নায়ার।
গত বছরের অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে অবশ্য রোহিত আর কোহলি, দুজনেরই পারফরম্যান্স ছিল হতাশাজনক। কোহলি পার্থে সেঞ্চুরি করলেও পরে আর জ্বলে উঠতে পারেননি। পাঁচ টেস্টে তার রান ছিল ১৯০, গড় মাত্র ২৩। রোহিত খেলেন পাঁচ ইনিংস, করেন মাত্র ৩১ রান, গড় ৬.২। শেষ টেস্টে দলে ছিলেন না তিনি।
এ নিয়ে জল্পনা চলছিল, কোহলি নাকি ইংল্যান্ড সফর দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু আগারকার এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। তার ভাষায়, ‘যখন কেউ অবসরের সিদ্ধান্ত নেয়, তখন বিষয়টা আর আমাদের হাতে থাকে না। আমাদের কাজ হচ্ছে কাউকে দলে আনা, কিন্তু হ্যাঁ, যখন দুই বড় ক্রিকেটার বিদায় নেয়, তাদের ফেলে যাওয়া শূন্যস্থানটা অনেক বড় হয়ে দাঁড়ায়।’
বিসিসিআই কি কোহলি বা রোহিতকে বোঝানোর চেষ্টা করেছিল? নিদেনপক্ষে ইংল্যান্ড সফরে খেলার অনুরোধ করেছিল? আগারকার স্পষ্ট বলেন, ‘যখন কেউ অবসর নেয়, তখন আমার কিছু করার থাকে না। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে, দল গঠন করতে হলে আপনাকে সব রকমের দৃশ্যপটেই নজর রাখতে হবে।’
প্রলয়/তাসনিম তুবা
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.