Categories: বিনোদন

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবেন নাটকের শিল্পীরা

ঈদের উৎসবে দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে এত সিনেমা মুক্তি পায় যে, দর্শকও সিদ্ধান্তহীনতায় ভোগেন কোনটি দেখবেন। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও প্রযোজকরা এ সময়টাকেই বেছে নেন সিনেমা মুক্তির জন্য।

এদিকে প্রেক্ষাগৃহ সংকটে অনেক সিনেমা ঠিকঠাকভাবে দর্শকের কাছেও পৌঁছায়ও না। ফলে, কিছু সিনেমা ভালো সাড়া পেলেও, বেশিরভাগই ব্যর্থ হচ্ছে। এদিকে আসন্ন কুরবানির ঈদেও মুক্তির তালিকায় রয়েছে ১১টি সিনেমা। প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তির আয়োজন আত্মঘাতী হলেও, সংশ্লিষ্টরা তাদের সিদ্ধান্তে অনড়।

গত কয়েকবছর ধরেই বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শক আগ্রহ তৈরি করতে পেরেছে। প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বাড়াতে পেরেছে। তবে আলোচিত সেসব সিনেমা এফডিসিকেন্দ্রিক নয়। এসব সিনেমা নির্মাণে অধিকাংশ নির্মাতাই ছিলেন এফডিসির বাইরের।

বলা যায়, মৌসুমি নির্মাতা। ঈদ মৌসুমকেই টার্গেট করে তারা সিনেমা নির্মাণে আসেন। এক সময়ের এফডিসিকেন্দ্রিক হিট সিনেমার পরিচালকরা এখন অনেকেই বেকার। যাদের হাত ধরেই তৈরি হয়েছিল ঢাকাই সিনেমার তারকা, তাদের হাতে নেই সিনেমা।

বর্তমানে যেসব সিনেমা তৈরি হচ্ছে সবই এফডিসির বাইরের। আর তাতে প্রাধান্য পাচ্ছেন ছোট পর্দার শিল্পীরা। সিনেমার হাতেগোনা কয়েকজন তারকাশিল্পীর ব্যস্ততা থাকলেও, অধিকাংশই এখন বেকার। এদিকে নাটকের শিল্পীরা সিনেমায় আগ্রহী হয়ে উঠায় ব্যস্ততা বেড়েছে তাদের। আসন্ন ঈদের মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর দিকে তাকালেও এমন চিত্রই দেখা যাবে। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে ‘তাণ্ডব’, ‘পিনিক’, ‘টগর’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘এশা : মার্ডার কর্মফল’, ‘গোয়ার’, ‘শিরোনাম’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘নাদান’।

এর মধ্যে বেশিরভাগ সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন নাটকের তারকাশিল্পী। অর্থাৎ, ঈদ উৎসবে এবার প্রেক্ষাগৃহ নাটকের শিল্পীদের দখলেই থাকবে।

তাণ্ডব

ঈদে দর্শক আগ্রহ তুঙ্গে থাকা সিনেমা হচ্ছে ‘তাণ্ডব’। এ সিনেমা দিয়েই এবার অভিষেক হতে যাচ্ছে নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর। তিনি অভিনয় করছেন ঢাকাই সিনেমার ব্যস্ত নায়ক শাকিব খানের বিপরীতে। এটি নির্মাণ করছেন রায়হান রাফি। অভিষেক সিনেমা হিসাবে সাবিলার প্রতি রয়েছে দর্শকদের বাড়তি আগ্রহ। এটি দিয়েই অভিনেত্রী বড় পর্দায় তার আসন পাকাপোক্ত করবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এতে আরও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ ছাড়া ছোট পর্দার আরও একাধিক শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

ইনসাফ

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবার হাজির হচ্ছেন ফর্মুলা সিনেমার নায়িকা হয়ে। ওয়েব সিনেমার বাইরে ‘ইনসাফ’ হতে যাচ্ছে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। এর আগে ২০২৪ সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পায়। ‘ইনসাফ’-এ তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। এ সিনেমা দিয়ে খলনায়করূপে পর্দায় হাজির হতে চলেছেন নাটকের জনপ্রিয় আরেক অভিনেতা মোশাররফ করিম। অ্যাকশন ও থ্রিলার গল্পকেন্দ্রিক সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এ সিনেমাটিতেও নাটকের অভিনয়শিল্পীদের আধিপত্য রয়েছে। বিশেষ করে ফারিণ ও মোশাররফ করিমের দিকেই তাকিয়ে রয়েছেন দর্শক।

নীলচক্র

একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর এবার কুরবানির ঈদেও মুক্তির ঘোষণা দিয়েছে ‘নীলচক্র’। এতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা এটি। এতে মন্দিরার সঙ্গে রয়েছে আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত সিনেমাটি এর আগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। ক্রাইম ঘরানার এ সিনেমায় ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানবকল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গহিনে রয়েছে ভয়াবহ ফাঁদ।

এ ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনি প্রেক্ষাপটের ওপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনি। এদিকে এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয় যাত্রা শুরু করতে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম।

উৎসব

ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘উৎসব’ নামে একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন তানিম নূর। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এখানে বিখ্যাত চরিত্র ‘স্ক্রুজ’র ভূমিকায় অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ ছাড়া সিনেমাটি অভিনয় করেছেন ছোট পর্দার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। বলা যায়, ছোট পর্দার শিল্পীদের নিয়েই এটি নির্মিত হয়েছে।

টগর

আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। পরিচালক আলোক হাসান এরই মধ্যে এটি নিয়ে বেশ প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সিনেমাটির নায়ক-নায়িকা ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছোট পর্দার শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।

এশা মার্ডার-কর্মফল

একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’। তবে এবার আসন্ন ঈদেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক সানী সানোয়ার। এতে পুলিশ চরিত্রে রয়েছেন বাঁধন। এ অভিনেত্রী ক্যারিয়ার শুরু করেন সিনেমা দিয়ে। তবে একাধিক নাটকেও তিনি অভিনয় করেছেন। এ সিনেমার মাধ্যমে বাঁধন দীর্ঘদিন পর পর্দায় আসছেন। আশা করা হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর সিনেমাটিও দর্শক পছন্দের তালিকায় থাকবে। এতে আরও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে ছোট পর্দার শিল্পীর উপস্থিতিও মিলবে।

নাদান

ঈদে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ‘নাদান’ নামে আরও একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন ফরহাদ হোসেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, যিনি নাটকে বেশ জনপ্রিয় অভিনেতা। বর্তমানে ওটিটি কনটেন্টে বেশি কাজ করছেন। এর মাঝে কয়েকটি সিনেমা তিনি করেছেন। এতেও ছোট পর্দা থেকে উঠে আসা একাধিক শিল্পীর দেখা মিলবে।

 

 

প্রলয়/তাসনিম তুবা 

Md Seyam

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

2 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

2 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

2 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

2 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

2 hours ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

3 hours ago

This website uses cookies.