সাকিব আল হাসান ক্রিকেট থেকে একপ্রকার ব্রাত্যই হয়ে পড়েছিলেন। একদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে এখন দেশে ফিরতে পারছেন না, অন্যদিকে অবৈধ বোলিং অ্যাকশনের জেরে নিষিদ্ধ হওয়া। এই দুই কারণে গত ৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে। অবশেষে চলতি মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ২২ গজে ফিরেছেন তিনি।
ব্যাটে-বলে খুব একটা পারফর্ম করতে পারেননি সাকিব, তবু তার দল লাহোর কালান্দার্স ঠিকই শিরোপা জিতে নিয়েছে। শিরোপা জয়ের তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন লাহোরের খেলোয়াড়রা। ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে দলের মালিক সামিন রানা ও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বিশেষভাবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে স্টেজে ডেকে কিছু বলার জন্য অনুরোধ করেন।
কণ্ঠে আবেগ আর গর্বের দীপ্তি ছড়িয়ে সাকিব বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মান। আগের দুটি শিরোপা জয়ের সময় আমি দলের অংশ ছিলাম না, কিন্তু এবার এই বিশেষ জার্নির সঙ্গী হতে পেরে আমি সত্যিই গর্বিত।’
তিনি আরও বলেন, ‘পিএসএলে ফেরাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ৬ মাস পর ক্রিকেটে ফেরা সহজ ছিল না। ধন্যবাদ সামিন ভাই, ধন্যবাদ শাহীন—এই দলে সুযোগ দেওয়ার জন্য। আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আবারও দেখা হবে, ইনশাআল্লাহ। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব এবং আমি সবসময় লাহোর কালান্দার্সের অংশ হিসেবেই নিজেকে ভাবব।’
এদিকে পিএসএল শেষের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সুখবর পেয়েছেন সাকিব। সোমবার (২৬ মে) বিসিবি পরিচালক ইফতেখার রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা।’
তিনি যোগ করেন, ‘সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যেকোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও এখনই ফিরেছে, বোলিং অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই শেষ নয়। নিষেধাজ্ঞার পর ও খুব অল্প ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারব ওর ফেরা নিয়ে।’
প্রলয়/তাসনিম তুবা
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.