নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ
কুড়িগ্রামের উলিপুরে শনিবার (৩১ মে) সকাল ১০টায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে এটি উপজেলা পরিষদের হলরুমে এসে এক আলোচনা সভায় পরিণত হয়। সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত। আলোচনা সভায় তামাকের ক্ষতিকর প্রভাব ও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি বলেন, “তামাকের কারণে প্রতিবছর বহু মানুষ মৃত্যুবরণ করে, আমরা সবাই মিলে সচেতন হলেই এই ভয়াবহতা রোধ করা সম্ভব।” এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. জয়নুল আবেদিন এবং উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী নিত্যনান্দ চন্দ্র বর্মন। তাঁরা তামাকের ব্যবহার বন্ধে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, তামাক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে তামাকবিরোধী প্রচারণায় অংশ নিতে হবে।” উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় বাংলাদেশে জাতীয়ভাবে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস, যার অংশ হিসেবে উলিপুরে এ আয়োজনটি বাস্তবায়িত হয়।
প্রলয়/তাসনিম তুবা
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
This website uses cookies.