ইন্টারকে গুঁড়িয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ ঘোচাল পিএসজি

এমনও একপেশে ফাইনাল হয়? স্কোরলাইনটা দেখে এমনটা বলতেই পারেন আপনি। কেনই বা বলবেন না? টুর্নামেন্টের অন্যতম হাই স্কোরিং দল যখন মুখোমুখি হয় টুর্নামেন্টের সবচেয়ে কম গোল খাওয়া দলের, তখন আপনি কী প্রত্যাশা করবেন? হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছোট ব্যবধানে কোনো একটা দল জিতবে তাই তো! কিন্তু বাস্তবে হলো তার ঠিক উল্টোটা! পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিল ইন্টার মিলানকে, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে! তাতে অধরা শিরোপাটাও ঘরে তোলা হয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নদের।

শুরুটা হয় সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমিকে দিয়ে। প্রথম গোলটা তিনিই করলেন। সাবেক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেও উদযাপনটা করেননি তিনি। তবে তার গোলটা বানিয়ে দিলেন যিনি, সে দেজ্যের দুয়ের অবশ্য এসবের ধার ধারেননি। ধারবেনই বা কেন? ১৯ বছর বয়সে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছেন, সেই ফাইনালেই আলো কেড়ে নিয়ে চুপচাপ থাকবে কোন পাগলে? দুয়ে অন্তত সে পাগল নন, তিনি পাগল বানিয়ে ছেড়েছেন তার বয়সের চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী ডিফেন্ডারদের। ২০ মিনিটে প্রথম আর ৬৩ মিনিটে করলেন দ্বিতীয়টা। যে ম্যাচে উসমান দেম্বেলে, লাওতারো মার্তিনেজদের মতো ব্যালন ডি’অর প্রত্যাশীরা আছেন, সে ম্যাচে সব আলো কেড়ে নেন এখনও ২০ না ছোঁয়া দুয়ে।

দ্বিতীয় গোলের পর ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি খানিকটা তেঁতে উঠেছিলেন, খুলে ফেলেছিলেন কোটটা। তবে সময় যত গেছে, ততই সে তেজ হারিয়েছেন তিনি। খিচা কাভারাতশখেলিয়ার পা থেকে যখন এল চতুর্থ গোলটা, তখন পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়, সিমোন ইনজাঘিও মেনে নেন, এবারও হলো না। শেষ দিকে মাইলুলুর গোলে পিএসজি ব্যবধানটা আরেকটু বাড়িয়েছে। ম্যাচ শেষ করেছে ৫-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন একপেশেভাবে জিততে পারেনি কোনো দল, পিএসজি তাদের প্রথম শিরোপাটা জিতল এভাবেই।

এদিকে ইন্টার এই নিয়ে ৩ বছরে ২ ফাইনালে হারল। সেবারের সঙ্গে এবারের মিল আছে অবশ্য। আগেরবার কখনো চ্যাম্পিয়ন্স লিগ না জেতা ম্যানচেস্টার সিটির হাতে শিরোপাটা তুলে দিয়েছিল ইন্টার, তাতে প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জিতেছিলেন পেপ গার্দিওলা। এবার যখন পিএসজি এভাবে উড়িয়ে দিল ইন্টারকে, তখন এই ক্লাবটাও পূরণ করল ‘ট্রেবল’; গার্দিওলার পথ ধরে লুইস এনরিকে জিতলেন ট্রেবল, দুটি ভিন্ন ক্লাবের হয়ে। গার্দিওলা এনরিকেকে এক সুতোয় গাঁথল বার্সেলোনা, দু’জনেই সে ক্লাবের হয়ে জিতেছিলেন নিজেদের প্রথম ট্রেবলটা।

নেইমার খুব কাছে নিয়ে গিয়েছিলেন বছর পাঁচেক আগে, সেবার হয়নি। এরপর লিওনেল মেসিকে দলে টেনেছিল পিএসজি, এরপরও হয়নি। কিলিয়ান এমবাপ্পে দলটার টালিসমান ছিলেন শেষ দিকে, তখনও তাদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাদের তিনজনকে ছাড়া প্রথম মৌসুম ছিল এবার, আর এবারই বাজিমাত করল পিএসজি!

সেটা সম্ভব হলো তারকা সংস্কৃতিকে পায়ে ঠেলে তবেই। আর এই সংস্কৃতির মূল নায়ক লুইস এনরিকে। গেল মৌসুমে পিএসজি ছাড়ছেন যখন কিলিয়ান এমবাপে, তখন তাকে রাখার কোনো চেষ্টাই করেননি তিনি। কেন করেননি তার প্রমাণটাই আজ রাতে দিল তার দল।

এই ট্রেবল অবশ্য কোচ এনরিকের জন্য একটু বাড়তি আবেগেরও। ৯ বছর বয়সী কন্যা জানাকে দুরারোহ হাড়ের ক্যানসারের কাছে হারিয়েছিলেন তিনি। আগের ট্রেবলজয়ের পর মাঠে থেকে উদযাপন করেছিল ছোট্ট জানা। এই ফাইনাল জিতলে সেটা তাকেই উৎসর্গ করতে চেয়েছিলেন এনরিকে। ফাইনাল শুরুর একটু আগে গ্যালারিতে দেখা গেল বিশাল এক তিফো, যেখানে বড় করে আঁকা ছিল জানার ছবি।

শুধু তিফো নয়, এনরিকে তার প্রয়াত কন্যাকে নৈবেদ্য দিয়েছেন ট্রফি দিয়েও। বাবার আশা আর চক্রপূরণে জানাও নিশ্চয়ই অশ্রুসজল চোখে মিটিমিটি হাসছে ওপারে!

অশ্রুজল নেই, হাসিটা বেশ চওড়া, এমন দৃশ্যের দেখা মিলেছে গ্যালারির অভিজাত অংশে, যেখানে বসে ছিলেন পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি। মাল্টিমিলিয়ন ডলার খরচে পিএসজিকে সাজিয়েছিলেন তিনি। সে প্রকল্প ব্যর্থ হলেও অবশেষে তিনি সফল হলেন, পিএসজি সফলতার মুখ দেখল, জিতল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তাও ৫-০ ব্যবধানে জিতে। তার হাসিটা তো চওড়া হওয়ারই কথা!

 

 

প্রলয়/তাসনিম তুবা 

Md Seyam

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

5 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

10 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

10 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

10 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

10 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

10 hours ago

This website uses cookies.