মীরসরাই প্রতিনিধি
মীরসরাইয়ে টানা দু’দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে পুরো উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। এতে দুর্বিষহ জীবন পার করছে অনেকে। পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে গেছে বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক। ভেসে গেছে আমন ও সবজির ক্ষেত। পানির স্রোতে ভেসে গেছে মৎস্য প্রকল্প মাছ।
রোববার (১ জুন) সকালে খোঁজ নিয়ে জানা যায়, দু’দিনের টানা বৃষ্টিতে উপজেলার করেরহাট, হিঙ্গুলী, বারইয়ারহাট, মীরসরাই সদরের নিম্নাঞ্চল, জোরারগঞ্জ, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মিঠানালা, খৈয়াছড়া, ওসমানপুর, খিলমুরারী ও ওয়াহেদপুর ইউনিয়নের, মধ্যম ওয়াহেদপুর, দক্ষিণ ওয়াহেদপুরসহ বিভিন্ন গ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ঢলের পানিতে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জোরারগঞ্জ-মুহুরীপ্রজেক্ট ও জোরারগঞ্জ-আবুরহাট সড়ক।
মীরসরাই পৌরসভার পুর্ব মীরসরাই এলাকায় বাসিন্দা নুর নবী জানান, ‘টানা দু’দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কলেজ রোর্ড, ষ্টেডিয়াম রোর্ড
এলাকার হাঁটু পরিমান পানি কারণে স্কুলগামী ছাত্র -ছাত্রীদের স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ফেনাফুনী এলাকার বাসিন্দা হামিদুল ইসলাম জানান, সম্পতি বিআরডিবি ইতিমধ্যে খাল খনন করলেও কোন এক অদৃশ্য কারণে আবুতোরাব বাজারে খাল খনন করা হয়নি। আর এই খাল সংস্কার না করার কারণে আমাদের ফেনাফুনী, সৈদালী, খৈয়াছড়া সামান্য বৃষ্টিতে ডুবে থাকে। আমরা চাই দ্রুত আবু তোরাব বাজারে খাল সংস্কার করাটা জরুরী।
উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, ‘পাহাড়ি ঢলে আমাদের হাবিব উল্লাহ ভূঁইয়া সড়ক ছড়ায় পূর্বপাশে ভেঙে গেছে। বিশেষ করে হামিদ আলী ভূঁইয়া জামে মসজিদ থেকে রেল লাইন পর্যন্ত প্রায় এক হাজার মিটার সড়কে ১৫ দিন আগে সংস্কার কাজ করা হয়েছে।’
আবুরহাট এলাকায় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘ভারী বর্ষণে গুরুত্বপূর্ণ জোরারগঞ্জ-আবুরহাট সড়কে ভেঙে খালে পড়ে গেছে। এতে করে মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুততম সময়ে এই রাস্তার সংস্কার প্রয়োজন।’
উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় কৃষক আমিনুর জামান জানান, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আমার প্রায় এক একর জমির রোপা আমন তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।’
মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রোপা আমন ডুবে গেছে। এছাড়া সবজির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি বাড়লে তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।’
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.