সাংবাদিকতা এক সময় ছিল নিঃস্বার্থ সত্যের অনুসন্ধান। আজ, সে পথ কাঁটায় ভরা। গুজব, রাজনৈতিক চাপ, তথ্যপ্রযুক্তিনির্ভর অপপ্রচার এবং আইনগত শঙ্কা—সব মিলিয়ে আজকের সাংবাদিকতা এক কঠিন ক্রান্তিকাল পার করছে। তবু প্রশ্ন থাকে: এই পেশার ভবিষ্যৎ কী?
সাংবাদিকতার ভবিষ্যৎ: কেবল প্রযুক্তি নয়, দায়বদ্ধতাও-
প্রযুক্তি সাংবাদিকতায় যেমন নতুন সম্ভাবনা এনেছে, তেমনি চ্যালেঞ্জও বাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেটেড নিউজ জেনারেশন, ডেটা জার্নালিজম—এসব নতুন দিগন্ত উন্মোচন করছে। কিন্তু যন্ত্র কখনোই মানুষের বিবেক হয়ে উঠতে পারে না। সাংবাদিকতার ভবিষ্যৎ নির্ধারিত হবে এই প্রশ্নে: কে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে?
নাগরিক সাংবাদিকতা: সুযোগ ও সীমা-
আজ যে কেউ স্মার্টফোন হাতে নিয়ে ঘটনার ভিডিও ধারণ করে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। এটাই নাগরিক সাংবাদিকতা। এটি একদিকে গণতন্ত্রকে শক্তিশালী করছে—কারণ জনগণ নিজেরাই ঘটনা তুলে ধরতে পারছে। অন্যদিকে, যাচাই-বাছাইহীন তথ্যের কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে ব্যাপক হারে।
তাই নাগরিক সাংবাদিকতাকে দায়িত্বশীলভাবে ব্যবহারের শিক্ষা দিতে হবে, এবং পেশাদার সাংবাদিকদের সঙ্গে এক ধরনের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।
মিডিয়া লিটারেসি: সময়ের দাবি-
বর্তমান সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো মিডিয়া লিটারেসি—অর্থাৎ মানুষ যেন বুঝতে পারে কোন তথ্য সত্য, কোনটি গুজব। তরুণ সমাজকে সামাজিক মাধ্যমের ব্যবহারে সচেতন করতে হবে, শেখাতে হবে সংবাদ যাচাইয়ের কৌশল।
সাংবাদিকতা শুধু সাংবাদিকদের কাজ নয়, বরং এখন সমাজের সবার দায়িত্ব-
আমি মনে করি, সত্যের পক্ষে কলম ধরা মানে শুধু প্রতিবেদন লেখা নয়—মানুষকে জাগানো, প্রশ্ন তুলতে শেখানো, বিভ্রান্তির বিরুদ্ধে সাহসী হয়ে ওঠা। আমরা দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস করি—যেখানে প্রযুক্তি আছে, কিন্তু নৈতিকতা আগে; গতি আছে, কিন্তু যাচাই ছাড়া নয়। এই পথ চলায় আমরা আপনাদের পাশে চাই।
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…
This website uses cookies.