আইপিএল চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। ইংল্যান্ড সফরে অবশ্য যেতে চেয়েছিলেন। রঞ্জি ট্রফিও খেলেছিলেন। কিন্তু হুট করেই সিদ্ধান্ত নিয়ে নেন। তার কিছুদিন পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি।
জানা গেছে, রোহিতের এই সিদ্ধান্ত তার বন্ধুরাই শুধু নয়, বাবাও ভীষণ দুঃখ পেয়েছিলেন। মুম্বাইতে এক অনুষ্ঠানে সেই বিষয়েই কথা বলেছেন রোহিত।
দ্য হিটম্যান বলেছেন, ‘আমার বাবা পরিবহন দপ্তরে কাজ করতেন। বাবা আমাদের বড় করার জন্য অনেক আত্মত্যাগ করেছেন। তবে বাবা প্রথমদিন থেকেই ছিলেন টেস্ট ক্রিকেটের ভক্ত। তিনি আধুনিক যুগের ক্রিকেট একদমই পছন্দ করেন না। এখনও মনে আছে ওয়ানডে ক্রিকেটে যেদিন ২৬৪ করেছিলাম। বাবা বলেছিলেন ঠিক আছে। ভাল খেলেছো। কিন্তু বাবার কোনও উত্তেজনা ছিল না।’
এরপরই রোহিতের সংযোজন, ‘টেস্ট ৩০, ৪০, ৫০ কিংবা ৬০ রানের ইনিংস খেললেও বাবা তা নিয়ে বিস্তারিত কথা বলত। টেস্টের প্রতি বাবার ভালবাসা ছিল এরকমই। আর তাই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত শুনে বাবা প্রথমে হতাশই হয়েছিলেন। পরে যদিও বলেছিলেন ঠিক আছে।’
রোহিত আরও বলেন, ‘বাবা আমাকে লাল বলের ক্রিকেট অনেক খেলতে দেখেছেন। স্কুল ক্রিকেট থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯, রঞ্জি, দলীপ ট্রফি, ইরানি কাপ, ভারত এ দলের হয়ে লাল বলে খেলেছি। তারপর তো টিম ইন্ডিয়া। তাই লাল বলের ক্রিকেটে বাবা উৎসাহ পেতেন। তাই আমার অবসরের সিদ্ধান্তে বাবা একটু হতাশই হন। তবে এর পাশাপাশি খুশিও হয়েছিলেন। যদিও বারবার বলব বাবা না থাকলে হয়ত এই জায়গায় আসতে পারতাম না।’
প্রলয়/তাসনিম তুবা
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.