সারা দেশের মুসলিম সম্প্রদায় আজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার মূল বার্তা স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ শনিবার (৭ জুন) রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তরিত হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররমে আজ পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সকালে ঈদের নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ বাড়িতে, খোলা জায়গায় অথবা নির্ধারিত কোরবানি স্থানে পশু কোরবানি করবেন। ঈদের পরের দুই দিন, অর্থাৎ আগামী সোমবার আসরের নামাজের সময় পর্যন্ত কোরবানি করার বিধান রয়েছে।
ইসলাম ধর্মমতে, ঈদুল আজহার কোরবানির ঐতিহাসিক পটভূমি রয়েছে প্রায় চার হাজার বছর আগে। হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে প্রস্তুত হন। তিনি তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য প্রস্তুত করেন। আল্লাহ তাআলা এই ত্যাগকে কবুল করে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করার নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করেই মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি করে থাকেন।
ধর্মীয় বিধান অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ওয়াজিব, আর কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব-মিসকিনকে, এক ভাগ আত্মীয়স্বজনকে এবং এক ভাগ নিজের জন্য রাখা হয়।
দেশের প্রতিটি শহর, মফস্বল ও গ্রামে ঈদের আমেজ বিরাজ করছে। ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে—এই কামনা সকল ধর্মপ্রাণ মুসলমানের।
প্রলয়/তাসনিম তুবা
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.