৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচটা মাঠে গড়িয়েছে। তবে সে ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারেবারে। সে ম্যাচের নানা সময়ে হওয়া বিশৃঙ্খলা এর প্রধান কারণ। তেমন কিছু যেন সিঙ্গাপুর ম্যাচেও না হয়, সেজন্যে আজ জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে পুলিশের সোয়াট ফোর্স।
ভুটান ম্যাচে দর্শকরা মূল ফটক ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। এরপর ম্যাচ চলাকালেও বিশৃঙ্খলা হয়েছে। দর্শকরা গ্যালারির সামনের বেষ্টনী টপকে ঢুকে পড়েছিলেন মাঠে। যার ফলে ম্যাচের নিরাপত্তা নিয়েও বেশ করে প্রশ্ন উঠেছে। তেমন সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বাফুফে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচে যেন ভুটান ম্যাচের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্যে নিরাপত্তা জোরদার করেছে ফেডারেশন।
বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট রাখা হবে স্টেডিয়ামের আশেপাশে ও মাঠের ভেতরে। সেই সোয়াট আজ সোমবার জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে। ম্যাচের দিনও নিরাপত্তা ও শৃঙ্খলারক্ষার বিষয়টি দেখবে এই বাহিনী। বিষয়টি নিয়ে রোববার বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সংবাদ মাধ্যমকে জানান, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’
নিরাপত্তা নিয়ে সমস্যা বাংলাদেশ ফুটবলে অবশ্য নতুন কিছু নয়। বসুন্ধরা কিংস অ্যারেনায় দর্শকদের আচরণের কারণে বাফুফেকে একাধিকবার জরিমানা গুণতে হয়েছে। এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ম্যাচ কমিশনারের রিপোর্টে উঠে যেতে পারে তা। ফলে বাফুফের ওপরও নেমে আসতে পারে শাস্তির খড়্গ। সে কারণে বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দিচ্ছে নজর, বাড়তি লোক রাখা হচ্ছে এ বিষয়গুলো দেখতে। গাউস জানান, এজন্যে ভুটানের ম্যাচের চেয়েও সিঙ্গাপুর ম্যাচে বেশি লোকবল মাঠে থাকবে।
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.