ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন,”জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবার পরিজন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাবেন বিশেষ সুবিধা।”
শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অংশগ্রহন করে এসব কথা বলেন উপাচার্য। এসময় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।
উপাচার্য বলেন,’আপনি গণতন্ত্রের কথা বলেন বা ন্যায়ের কথা বলেন গত ১৫ বছর এই সুযোগ দেয়া হয়নি। স্বাধীনভাবে কথা বলার সার্টিফিকেট আপনাকে জুলাই শহিদেরা এনে দিয়েছে। জালিমের হাত থেকে দেশকে বাচাতে বুলেটের সামনে বুক পেতে রক্ত দিয়েছে। প্রায় ১৬৮১ জন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এ জুলাই বিপ্লব সফল হয়েছে। কতো মানুষ হাত-পা, চোখ হারিয়েছে, আহত হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি করা যাবে না।’
তিনি আরও বলেন,’জুলাই বিপ্লবের সময় যখন ফ্যাসিস্ট হাসিনা সমস্ত মিডিয়া বন্ধ করে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলো তখন তাদের মুখে থুথু দিয়েছিল। এইসব জালিমদের আবার পুনর্বাসন করা মানে শহিদদের রক্তের সাথে বেইমানি করা। জুলাই বিরোধী কিছু করা মানে শহিদদের রক্তের সাথে গাদ্দারি করা।’
উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব,শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.