ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে লাবিব মল্লিক(১৩)নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে এবং কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাবিবের চাচা নাজমুল হোসেন এর ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে সংযুক্ত আর্থিং ছিড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। কিন্ত মূল তারে লিকেজ থাকায় বিচ্ছিন্ন আর্থিং তারের সাথে লেগে এটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বাড়ির পাশে বাগানে পড়ে থাকা তারে লাবিব ঘুরতে গেলে অসতর্কতাবশত তারে জড়িয়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে তার চিৎকার শুনে মা লাবনী বেগম এগিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা গুরুতর আহত হয়েছেন।
একমাত্র ছেলের মৃত্যুর সংবাদে পিতা সাজ্জাদ মল্লিক সৌদি আরব থেকে দেশে ফিরছেন বলে পরিবারটি নিশ্চিত করেছে।
এ পরিবারের আফিয়া(৮) ও খাদিজা(৪) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান,অত্যন্ত মেধাবী শিক্ষার্থীটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। প্রবাসী পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.