ময়মনসিংহের ‘আর্চ স্টিল সেতু’ অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের কেওয়াটখালী আর্চ স্টিল সেতু একনেকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন নাগরিক সংগঠদের নেতারা। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক সংগঠন ‘সদাজাগ্রত ময়মনসিংহ’।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ব্রহ্মপুত্র নদে নির্মাণাধীন কেওয়াটখালী আর্চ স্টিল সেতু প্রকল্পের সংযোগ সড়ক একনেকে অনুমোদিত নকশা পরিবর্তন করে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে বাড়তি ভূমি অধিগ্রহণের কারণে বিদ্যালয়, মাদ্রাসা, ব্যবসাপ্রতিষ্ঠান, বসতভিটা উচ্ছেদসহ কৃষিজমি, খাল ও জলাশয় ভরাট করতে হবে। এতে প্রাণপ্রকৃতি বিপর্যয়ের শঙ্কা তৈরি হবে।
লিখিত বক্তব্যে সদাজাগ্রত ময়মনসিংহের প্রধান সংগঠক আবুল কালাম আল আজাদ বলেন, মূল নকশা পরিবর্তন করে নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড়ে প্রায় ২ হাজার ৩০০ মিটার বাঁকা ইংরেজি ইউ আকৃতির একটি সড়কের নির্মাণকাজ চলছে। অস্বাভাবিক বাঁকা এ সড়ক গিয়ে মিশেছে পুরোনো চায়না সেতুর সংযোগ সড়কে। দুটি সেতুর সংযোগ সড়ক এক হওয়ায় পুরো ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকা যানজটে স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবুল কালাম আল আজাদ আরও বলেন, একনেকের নকশার বাইরে গিয়ে অস্বাভাবিক বাঁকানো অংশ নির্মাণ করতে একটি খাল, সাতটি জলাশয়, কৃষিজমি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ৬৫টি কবর, দোকান ও কারখানা ভরাট আর উচ্ছেদ করতে হচ্ছে। এ জন্য অতিরিক্ত ৩২ একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। ৩০ ফুট উঁচু প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ করতে হচ্ছে। রেল ও সড়ক ওভারপাস নির্মাণ করতে হচ্ছে। এতে অতিরিক্ত ২ থেকে ৩ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ বিপুল পরিমাণ অর্থ দিয়ে ব্রহ্মপুত্র নদে আরও দুটি সেতু নির্মাণ করা সম্ভব।
এর পেছনে আছে কয়েকটি আবাসন প্রকল্পসহ ‘সরকারি-বেসরকারি দুষ্টচক্র’; যাদের কারসাজিতে স্বপ্নের এই প্রকল্প দুঃস্বপ্নে রূপান্তরিত হচ্ছে বলে মন্তব্য করেন আবুল কালাম আল আজাদ।

সংবাদ সম্মেলনের শুরুতে ভিডিও চিত্রের মাধ্যমে ময়মনসিংহের কেওয়াটখালী আর্চ স্টিল সেতু নির্মাণে একনেকের অনুমোদিত নকশা বিপর্যয়ের বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় বক্তব্য দেন গাছরক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব, রাজধানীর তেঁতুলতলা মাঠরক্ষা আন্দোলনের নেত্রী সৈয়দা রত্না, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক হালিম দাদ খান, সদাজাগ্রত ময়মনসিংহের সমন্বয়ক মজিবুর রহমান।

ময়মনসিংহ স্ট্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যানের আওতায় ২০১৪ সালে নগরীর কেওয়াটখালী এলাকায় একই সঙ্গে সড়ক ও রেলসেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০২১ সালের ২৩ আগষ্ট একনেকে অনুমোদিত নকশা অনুযায়ী কেওয়াটখালী স্টিল আর্চ সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই নকশায় রেলপথ যুক্ত করা হয়নি।

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

5 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

9 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

10 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

10 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

10 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

10 hours ago

This website uses cookies.