ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন হাট ও বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।
শুক্রবার (০১ আগস্ট) সকাল সাতটার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন ও নুরুল্লাহগঞ্জের বাকপুরা বাজারে এই গণসংযোগ করা হয়।
জানাযায়, ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও নুরুল্লাহগঞ্জ এলাকায় ফরিদপুরের-৪ আসনের খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এই গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ সভাপতি হাফেজ মাহবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্, সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান,হামিদী ইউনিয়নের সভাপতি মাওলানা মহিউদ্দীন ,ঘারুয়া ইউনিয়নের সভাপতি মুফতি ওয়ালী উল্লাহ,তুজারপুর ইউনিয়ন জাহিদুল ইসলাম, কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ শফিকুল ইসলাম মাদানী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান জানান, আজ আমরা ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দের সাথে কাউলীবেড়া ও নুরুল্লাহগঞ্জ এলাকায় গন মানুষের সাথে মত বিনিময় করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে মানুষের উচ্ছ্বাস এবং সাড়া দেখে আমরা খুবই খুশী। আমাদের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন।
তিনি আরও বলেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো। মাদক নির্মূল ও সন্ত্রাস মুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিব।
আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…
ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাগান প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৫ এর ফাইনাল খেলায় জুনিয়র…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহী দুর্গাপুরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ও দূর্গাপুর কেন্দ্রীয় কালীমন্দির…
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর…
পাবনা সংবাদদাতা বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া সাঁথিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন…
This website uses cookies.