ভাতার লোভ দেখিয়ে প্রতারণা, উলিপুরে ভুয়া সমাজসেবা কর্মচারী আটক

ভ্রাম্যমান সংবাদদাতা

উপজেলার গ্রামীণ মানুষের সরলতা ও আর্থিক অসচ্ছলতাকে পুঁজি করে ‘সমাজসেবা কর্মচারী ’ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন মাইনুল ইসলাম (২৫)। অবশেষে কুড়িগ্রামের উলিপুরে জনতার হাতে ধরা পড়েন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে উলিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাইনুল ইসলাম উপজেলার কিশামত মালতিবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে ধামশ্রেণীর, অনন্তপুর, বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। সেই সূত্রে অসহায় মানুষদের কাছ থেকে তিনি জাতীয় পরিচয়পত্র, ছবি এবং সর্বোপরি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বুড়াবুড়ি ইউনিয়নের একটি গ্রামে গিয়ে প্রতারকের আচরণে সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। কয়েকজন সাবলম্বী ব্যক্তি তার পরিচয় যাচাই করার চেষ্টা করলে তিনি এলোমেলো তথ্য দিতে থাকেন সমাজসেবা অফিসের মাহমুদুল ইসলাম নামে পরিচয় দেন । এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে আটকে রেখে স্থানীয় সমাজসেবা অফিসে যোগাযোগ করলে তারা তাকে আটক করতে বলেন পরে অফিসে থেকে লোক পাঠালে তাকে অফিসে নিয়ে আসে।

সেখানে জিজ্ঞাসাবাদে তার প্রতারণার প্রমাণ মেলে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানকে। এ ঘটনায় বুড়াবুড়ি ইউনিয়ন সমাজসেবা সহকারী বিপুল মিয়া (৩০), পিতা আবুল হোসেন বাদী হয়ে উলিপুর থানায় একটি নিয়মিত মামলা করেন।

থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, “মাইনুল ইসলামের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রযেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “আমাদের কোনো কর্মচারী হিসেবে মাইনুল ইসলাম নিযুক্ত নন। তার পরিচয় সম্পূর্ণ ভুয়া। আমরা ধারণা করছি, সে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তিকে প্রতারণার শিকার করেছে। ইতোমধ্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐ প্রতারণার ফাঁদে পড়ে। বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযোগ আসছিল। আজ বুড়া-বুড়ি ইউনিয়নে পানাতি পাড়া নামক স্থানে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়। উলিপুরের এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন প্রতারণা নয়, বরং সমাজের একটি ব্যাধির প্রতিফলন। প্রশাসনের তৎপরতায় একজন প্রতারক ধরা পড়েছে। তবে একইসঙ্গে এই ঘটনা নতুন করে ভাবাতে বাধ্য করেছে, সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা কতটা প্রয়োজন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

1 hour ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

2 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

2 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

2 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

2 hours ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

3 hours ago

This website uses cookies.