বগুড়া সংবাদদাতা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ারের উপর নৃশংস হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (BMRU)। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বগুড়ার গণমাধ্যমকর্মী, বগুড়া প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা জানান, গত ৭ আগস্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এর আগে বুধবার দৈনিক প্রলয় এর নিজস্ব সংবাদদাতা ও বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন নৃশংভাবে সন্ত্রাসী হামলার শিকার হন গাজীপুরেই। যিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
আরো পড়ুন-
গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর নৃশংসভাবে সন্ত্রাসী হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক আনোয়ারের উপর নৃশংস হামলার পর তুহিনকে জবাই করে হত্যা
বক্তারা বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক। মানববন্ধনে উপস্থিত ছিলেন BMRU সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে সকল অরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…
This website uses cookies.