আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর।

সোমবার (১১আগস্ট) দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। ১৩ আগস্ট মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে কুয়ালালামপুর সফর করেছেন। গত ২৪-২৫ জুলাই পররাষ্ট্র সচিব কুয়ালালামপুর সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে ২৬ জুলাই দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব।

এর আগে গত বছর ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফর করেন। সে সময় প্রধান উপদেষ্টাকে তিনি মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

৪ চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে  প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি সই  হতে পারে।  এছাড়া  ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ( বিআইআইএসএস) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের  কর্মকর্তারা জানিয়েছেন, আরও কয়েকটি বিষয়ে সমঝোতা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। শেষ পর্যন্ত এই সংখ্যা বাড়তে পারে।

এদিকে প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে রোববার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা-এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে বলেও জানান শফিকুল আলম।

প্রলয় ডেস্ক

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

2 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

2 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

2 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

2 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

2 hours ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

3 hours ago

This website uses cookies.