বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন, “জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি। প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হবে।”
তারেক রহমান বলেন, “জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। তরুণদের সফলতার যাত্রাকে সহজ করতে বিএনপি পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে। আগামীতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ও যুবশক্তিকে সব ধরণের সহায়তার লক্ষ্যে এরইমধ্যে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।”
প্রযুক্তি শিক্ষায় দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণ-যুবশক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের সাফল্যযাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে- প্রযুক্তিনির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে।
‘নিজেদের প্রয়োজনে যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংস্কৃতি প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ‘নতুন কুঁড়ি’ চালু করবে বিএনপি। কারিগরি শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে’-উল্লেখ করেন বিএনপির এ ভারপ্রাপ্ত।
এসময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার আহ্বান জানান তারেক রহমান।
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.