নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ
তীব্র স্রোতে নদীর বুক ফুঁড়ে মাটি গিলে খাচ্ছে পানি। মুহূর্তে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ভিটেমাটি, মানুষের আজীবনের সঞ্চয়। এই ভয়াবহ নদীভাঙনের শিকার উলিপুরের চর গোড়াইপিয়ার গ্রামের মোমেনা বেওয়া (স্বামী মৃত শুজুরুদ্দি সরকার)—যার কান্নাজড়িত কণ্ঠ এবার কাঁপিয়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম।
ভিডিওতে দেখা যায়, মোমেনা বেওয়া মোবাইল ফোনে কাঁদতে কাঁদতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহাকে বলছেন”বাবা, আমার ঘরবাড়ি সব ভেঙে যাচ্ছে পানিতে। আমার কেউ নাই, যে আমার ঘর সরাবে। আমি এখন কোথায় যাব বাবা? মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এই আবেদন মুহূর্তেই ভাইরাল হয়। সাড়া ফেলতে বেশি সময় লাগেনি ঘটনাস্থলে উপস্থিত ইউএনও।
১৩ আগস্ট সকালে ইউএনও নয়ন কুমার সাহা খবর পেয়ে ছুটে যান ভাঙনকবলিত চর গোড়াইপিয়ার গ্রামে। তিনি মোমেনা বেওয়ার সঙ্গে কথা বলেন, সরেজমিনে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। নদীর কিনারায় দাঁড়িয়ে তিনি প্রত্যক্ষ করেন—কীভাবে গর্জে ওঠা স্রোত একের পর এক ঘরবাড়ি গিলে খাচ্ছে। পরদিন, ১৪ আগস্ট সকালে ইউএনও তার ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি ত্রাণ সহায়তা থেকে মোমেনা বেওয়াকে প্রদান করেন, দুই বান ঢেউটিন ৬ হাজার টাকা নগদ অর্থ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
প্রশংসা, তবে ক্ষোভও আছে এই দ্রুত পদক্ষেপের জন্য ইউএনও নয়ন কুমার সাহা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। তবে পাশাপাশি তাদের ক্ষোভও রয়েছে—কারণ নদীভাঙন উলিপুরের মানুষের জন্য বহুদিনের দুঃসহ বাস্তবতা, আর ত্রাণ কেবল সাময়িক সান্ত্বনা দেয়।
গ্রামবাসী রফিকুল ইসলাম বলেন, “আমরা ত্রাণ চাই, কিন্তু তার থেকেও বেশি চাই নদীভাঙন বন্ধের স্থায়ী সমাধান। প্রতি বছর ঘরবাড়ি ভেঙে যায়, আবার নতুন করে শুরু করতে হয়। নদীভাঙনের নির্মম চিত্র- তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে উলিপুরের অসংখ্য মানুষ প্রতিবছর গৃহহীন হয়।
ভিটেমাটি নদীতে বিলীন হয়ে যায়, জমি হারিয়ে জীবিকা হারায় কৃষকরা। কিছু পরিবার অন্যের জমিতে আশ্রয় নেয়, কেউ আবার শহরে পাড়ি জমায়। গত কয়েক দশকে বহু গ্রাম মুছে গেছে মানচিত্র থেকে। ক্ষতিগ্রস্তদের অনেকেই জীবনের শেষ বয়সেও নতুন ঠিকানা খুঁজে ফেরেন। দীর্ঘমেয়াদি উদ্যোগের দাবি বছরের পর বছর নদীভাঙন রোধে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর বাঁধ নির্মাণ হয়নি। স্থানীয়রা মনে করেন, স্থায়ী বাঁধ ও নদী রক্ষা প্রকল্প ছাড়া এই ভয়াবহতা থামানো যাবে না। তবে আমরা চাই—নদী যেন আর কাউকে গৃহহীন না করে।
বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সাংবাদিক কমিনিউটি (বিএসসি) এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা দেশ বরেণ্য অনুসন্ধানী সাংবাদিক…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে…
মুহাম্মদ আলী, সৌদি আরব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সৌদি…
নাজিম হাসান,রাজশাহী রাজশাহীর পবা উপজেলায় ঋণের দায়ে এবং খাওয়ার অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর…
বনিআমিন, কেরানীগঞ্জ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান…
বনিআমিন, কেরানীগঞ্জ ঢাকা জেলা বিএনপি'র সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন দেশে যতগুলো…
This website uses cookies.