প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার ওপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যে, তারিখে বলেছে ওই তারিখেই নির্বাচন হবে।
যেই মাস বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে জোর গলায় দাবি করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার ওপরে আমাদের কারো কিছু বলার নেই। স্যার যে, তারিখে বলেছেন, ওই তারিখেই নির্বাচন হবে। কে কী বলল, সেটা শোনার প্রয়োজন নেই। জনগণ যখন ভোটমুখী হবে, তখন কোনো শক্তি নির্বাচনের পথে বাঁধা দিতে পারবে না। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। ’

বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজির ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। কৃষক ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে আলু চাষে নিরুৎসাহিত হবে। এতে ভবিষ্যতে আলুর দাম আবার হঠাৎ বেড়ে যেতে পারে। কৃষক ও ভোক্তার স্বার্থে একটা ভারসাম্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে কৃষক ভালো দাম পায় না, আর ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলিথিনের কারণে মাটি নষ্ট হচ্ছে, পানি আটকে যাচ্ছে। এর কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি বেশি। তাই আমাদের সবার উচিত পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা।

উপদেষ্টা আরও বলেন, একসময় পাটের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু বর্তমানে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। পাটের ব্যাগ ব্যবহারের প্রচলন বাড়লে কৃষকরা লাভবান হবেন, পরিবেশ সুরক্ষিত হবে এবং স্বাস্থ্যসম্মত বিকল্প তৈরি হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

3 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

3 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

3 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

3 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

3 hours ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

4 hours ago

This website uses cookies.