জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজ থেকে এক বার্তায় তিনি সনাতন ধর্মালম্বীদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।
বার্তায় তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দুষ্টদের দমন করে পৃথিবীকে পাপমুক্ত করতে মানব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি উল্লেখ করেন, আবহমানকাল ধরে এই ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। যেকোনো ধর্মীয় উৎসব সার্বজনীন এবং এটি সম্প্রদায়গত বিভাজনকে অতিক্রম করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ করে।
সব ধর্মের মূল বাণী হলো সম্প্রীতি, মানব কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা উল্লেখ করে তারেক রহমান শ্রীকৃষ্ণের মহৎ কার্যাবলীর কথা স্মরণ করে বলেন, তিনি অন্যায়, অনাচার ও দুঃশাসনকে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষদের শান্তি, নিরাপত্তা ও স্বস্তি দান করেছিলেন।
বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণবিরোধী স্বৈরশক্তি দেশে দেশে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ণের খড়গ নামিয়ে আনে। শ্রীকৃষ্ণের বাণী ও কৃতকর্ম অনুসরণে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা থেকে অসহায় ও মজলুম মানুষ প্রেরণা লাভ করবে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ‘সুমহান’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হারায়নি।
তিনি আরও বলেন, এখানে সব ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
বার্তার শেষে বিএনপুর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্মাষ্টমীর এই শুভদিনে হিন্দু সম্প্রদায়ের সবার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানান।
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…
This website uses cookies.