সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দায়ের করা মামলা বাতিল ও জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে খায়রুল হকের আইনজীবীরা সময় প্রার্থনা করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারীরা সময় চাইলে তাতে আপত্তি নেই, তবে শুনানির তারিখ কিছুটা দূরে হলে ভালো হয়। পরে আদালত অক্টোবর মাসে শুনানির দিন নির্ধারণ করেন।

এর আগে ৭ আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন। ১১ আগস্ট তা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকার ১৮ নম্বরে ওঠে। ওইদিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং হাতাহাতির ঘটনাও ঘটে বলে আদালতে উপস্থিত আইনজীবীরা জানান। সে কারণেই ১৭ আগস্ট তার জামিন শুনানিকে ঘিরে সবার দৃষ্টি ছিল হাইকোর্টের দিকে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে যাত্রাবাড়ী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার এজাহারে জানা যায়, ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়।

এই মামলার বাইরে খায়রুল হকের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে শাহবাগ থানায় দায়ের করা রায় জালিয়াতির মামলা, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বিএনপি নেতা আব্দুল বারী ভূঁইয়ার দায়ের করা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্লট দুর্নীতির মামলা।

খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান। একই বছরের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নিয়ে ২০১১ সালের ১৭ মে অবসরে যান। এরপর তিনি তিন দফা আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

14 hours ago

This website uses cookies.