ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন। আদালত তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকার কারণে কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানা গেছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
জামিনের জন্য আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট ভুক্তভোগী মো. আরিফুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারের সময় আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমি কোনো রাজনৈতিক দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি।”
পুলিশ জানান, হত্যাচেষ্টার মামলার তদন্তে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমানের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। ধানমন্ডি-৩২ নম্বরে তাকে সাধারণ জনগণ গ্রেপ্তার করার সময় সামান্য আঘাতপ্রাপ্ত হন। পুলিশ জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।
মামলায় বলা হয়েছে, ৪ আগস্ট রাজধানীর নিউমার্কেট থেকে সাইন্সল্যাব এলাকায় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম মিছিল নিয়ে যাচ্ছিলেন। সেই দিন আসামিরা গুলি, পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। গুলি ভুক্তভোগীর পিঠে লাগে। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে দুই মাস চিকিৎসার পর সুস্থ হন। এ ঘটনায় ভুক্তভোগী ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
This website uses cookies.