ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। বর্তমানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান ডা. এ এম শামীম সোমবার (১৮ আগস্ট) সকালে গণমাধ্যমকে জানান, আহমদ রফিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও সংকটজনক অবস্থায় আছেন। কিডনি জটিলতা ও নিয়ন্ত্রণের বাইরে থাকা ডায়াবেটিস তাঁর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং সুস্থ হয়ে বাসায় ফেরার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালু রাখার পরিকল্পনা রয়েছে।

প্রায় শতবর্ষী এই ভাষাসৈনিক অসুস্থ হওয়ার আগে রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগরে ভাড়া বাসায় একাই বসবাস করতেন। অসুস্থ অবস্থায় তাঁকে প্রায় অচেতন ও অত্যন্ত দুর্বল অবস্থায় দেখা গেছে। কেবল ক্ষীণ কণ্ঠে তিনি বলেছিলেন, “খারাপ, খুব খারাপ।” দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সহকারী আবুল কালাম তাঁর সঙ্গেই আছেন এবং দেখভাল করছেন। নিয়মিত যোগাযোগ রাখছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদীও।

২০১৯ সাল থেকে আহমদ রফিকের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে। চোখে অস্ত্রোপচার করলেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ২০২৩ সাল থেকে তিনি প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন। এর ফলে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় মানসিক কষ্টও বেড়ে যায়। এর আগে ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করা আহমদ রফিক দীর্ঘ জীবন জুড়ে সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনে রেখেছেন অমূল্য অবদান। কবিতা, প্রবন্ধ, গবেষণা ও সম্পাদনা মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক। সর্বশেষ দুটি গ্রন্থ—‘ভারত-পাকিস্তান বাংলাদেশ কথা’ এবং ‘শিল্প-সংস্কৃতির বৈশিষ্ট্য’ প্রকাশিত হয় ২০২৩ সালের অমর একুশে বইমেলায়।

রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে দুই বাংলায় সমানভাবে পরিচিত এই গবেষককে কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দিয়েছে। দেশে তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাঁর চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকা প্রদান করেছে।

প্রায় শতবর্ষী এই ভাষাসৈনিকের সুস্থতা কামনা করছে সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষ। তাঁর জীবনসংগ্রাম ও অবদানকে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

2 hours ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

2 hours ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

2 hours ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

2 hours ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

2 hours ago

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

3 hours ago

This website uses cookies.