কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু কে সভাপতি গোলাম মোস্তাফাকে সাধারণ সম্পাদক ও সাইয়েদ আহমেদ বাবুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি প্রকাশ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের নতুন শহর (নাজিরা) কার্যালয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটিতে অনান্যরা হলেন- সহ-সভাপতি- ডাঃ শাহাদত হোসেন (সাবেক পরিচালক, স্বাস্থ্য), মোঃ ইউনুস আলী (সিনিয়র সাংবাদিক), অধ্যাপক মোখলেছুর রহমান (রাজিবপুর, এস এম আশরাফুল হক রুবেল (সাংবাদিক, অধ্যক্ষ শাহ্ আলম, এডভোকেট রুহুল আমিন, অধ্যাপক মোঃ ফজলুল হক (চিলমারী), সহিদুর রহমান (ব্যবসায়ী), সাধারণ সম্পাদক-মোঃ গোলাম মোস্তফা (সাবেক প্রধান শিক্ষক, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়), প্রকৌশলী বাসেত সরকার বিপ্লব, এডভোকেট আশরাফ আলী, এডভোকেট শফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান (সাংবাদিক), এডভোকেট খাজা মইনুদ্দিন চিশতী, সাইয়েদ আহমেদ বাবু (সাংবাদিক ও সমাজ সেবক), আবু দারদা হেলাল (সমাজকর্মী), ফজলুল করিম ফারাজী (সাংবাদিক), জে এল জুয়েল রানা (সাংবাদিক),ইউনুস আলী (মাওলানা) শাহিন আহমেদ (সাংবাদিক), এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট শাহানাজ পারভীন, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, দেওয়ান এনামুল হক (শিক্ষক), এডভোকেট মেরিনা আক্তার, রহিমুদ্দিন হায়দার রিপন (প্যানেল চেয়ারম্যান, যাত্রাপুর) সুজন মোহন্ত (সাংবাদিক) আবুল কালাম আজাদ (সমাজসেবক), প্রকৌশলী নুরন্নবী সরকার, প্রকৌশলী মোফাখখারুল ইসলাম পল্লব ফজলুক হক (ডেন্টিস্ট), ডাঃ রকিবুল হাসান বাধন সাজেদুল ইসলাম (হ্যাভেন), নুরনবী (মাস্টার), আব্দুল আখের (ব্যবসায়ী), আহমেদুল কবীর (সাংবাদিক), জয়নুল আবেদীন জীবন (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), এডভোকেট তরিকুল ইসলাম তারিক, নাজমুল হাসান জুয়েল, মোঃ শহিদুল ইসলাম (রাজারহাট) উমর ফারুক (নাগেশ্বরী), শহিদুল ইসলাম আকন্দ (ভুরুঙ্গামারী), সাইফুল ইসলাম বাদল (উলিপুর), রেজাউল করিম রেজা (সাংবাদিক), মোঃ নুর নবী ইসলাম মিন্টু (ঠিকাদার), ফিরোজ আলম মনু (সাংবাদিক), অধ্যাপক মোস্তাফিজার রহমান, মোঃ সিরাজুল ইসলাম (ভিপি), রোকনুজ্জামান রুকু (জিএস), সামছুল হুদা স্বপন (শিক্ষক), আব্দুল জব্বার মঙ্গা (সাবেক ইউপি চেয়ারম্যান), ইশরাক জামান (অদিত), ইমরুল হাসান, সাজন, রাকিব হাসান, মাসুদ রানা এনামুল হক (এনটিভি), মিজানুর রহমান (সাংবাদিক), আরিফুজ্জামান সাগর, জাফর আহমেদ (সাংবাদিক), মোঃ মশিউর রহমান বিপুল (সাংবাদিক), মোঃ এরশাদুল হক প্রমুখ।
বক্তব্য বক্তারা বলেন, দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামকে দারিদ্রমুক্ত করার প্রতয়ে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটির আত্মপ্রকাশ হলো। জেলার মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানসহ মৌলিক চাহিদা পূরনে সকলের সহযোগিতার বিকল্প নেই।জেলার মানুষের জীবন মান উন্নয়নে চর উন্নয়ন কমিটি, মাদক প্রতিরোধ কমিটিসহ সমাজ পরিবর্তনে কাজ করা ব্যাক্তি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.