Categories: সারাদেশ

আলোচিত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের পদত্যাগ দাবিতে মানববন্ধন

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্কুলটির সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান গান দিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগসহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মিয়ার (রুমি) সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনায়েত হোসেন মুন্সী, আব্দুল আলিম মিয়া, আনোয়ার মাতুব্বর মঞ্জু। বক্তারা বলেন, প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত দীর্ঘদিন যাবত স্কুলে সেচ্ছাচারিতা, বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাঁর বিরুদ্ধে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসহ ফরিদপুর দূর্ণীতি দমন কমিশন ও জেলা প্রশাসকের কাছে একাধিক অভিযোগের তদন্তকার্য চলমান রয়েছে।

সম্প্রতী, অরুণের বিরুদ্ধে সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হয়। কিন্তু, স্থানীয় রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায়, অরুন চন্দ্র দত্ত এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাকে বাঁচাতে একটি কুচক্র বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ করছেন। অনতিবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগসহ তাঁর বিরুদ্ধে আইনগত বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায়, আগামীতে আরও কঠোর কর্মসুচির ঘোষনা দেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও স্থানীয় প্রমুখ।

প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত জানান, আমি একটি জরুরী কাজে বাইরে আছি। তাঁর পদত্যাগের দাবিতে স্থানীয়দের মানববন্ধনের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তকার্য চলছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি বর্তমানে ইউএনও স্যার। তাই তিনিই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। ভাঙ্গা ইউএনও বিএম কুদরত এ খুদা জানান, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই ব্যবন্থা নেওয়া হবে।

admin

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

12 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

16 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

17 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

17 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

17 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

17 hours ago

This website uses cookies.