স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে মো. শহিদুল ইসলাম নামের এক যুবককে হত্যার দায়ে ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ এ কে এম এনামুল করিম এই রায় দেন। রায় ঘোষণার পরপরই আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে চিৎকার করে এ রায়ের বিরোধিতা করেন।
মামলা সূত্রে জানা যায়, নির্বাচনী বিরোধের জেরে ২০১১ সালের ৪ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন যুবক মো. শহিদুল ইসলাম। পরদিন নিহতের বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে মো. সোহরাব সিকদারকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। মামলার বাদী ও আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
পরে পুলিশ ১৭ জনকে আসামি করে ৩০২ ধারায় মামলার অভিযোগ জমা দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা, এমও এবং এজাহারকারীসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আজ প্রকাশ্য আদালত ১৭ আসামির মধ্যে শহীদুল ইসলাম মৃধার অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন এবং অপর ১৬ জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ
তবে বিবাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম ও মো. মুকুল বলেন, আমরা সঠিক বিচার পাইনি। ন্যায়বিচারের দাবিতে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
This website uses cookies.