ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ ডা. জীবনের মনোনয়নে বানিয়াচংয়ে তৃণমূল বিএনপিতে উচ্ছ্বাস দুর্গাপুরে ধর্মীয় শিক্ষক আটক, শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন বারহাট্টায় কাভার্ডভ্যানে ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ কেন্দুয়ায় হিন্দু সম্প্রদায়ের ঐক্যবদ্ধ সমর্থন ড. হিলালীকে জয়দেবপুর রেলস্টেশনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ধামইরহাটে পৌর রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করলেন কাজী সালাউদ্দিন লিবিয়ায় বাংলাদেশিকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

বানিয়াচংয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. জীবনের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন

বানিয়াচং প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ষষ্ঠীর দিন থেকেই হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর ও সদরের বাইরে বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় শুরু করেন।

এর ধারাবাহিকতায় বুধবার (১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়নের মার্কুলী গ্রাম, সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর মণ্ডপ, বানিয়াচং স্থানীয় সদরের রায়েরপাড়া আশ্রম এবং জাতুকর্ণপাড়া শিববাড়ী, হাজরাপাড়া,চানপুর,দত্তপাড়া সহ বিভিন্ন স্থানের পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দেশের সামাজিক সম্প্রীতির প্রতীক। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদী,সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সহ সভাপতি মোশারফ হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, দপ্তর সম্পাদক সাদিক আহমেদ, সিনিয়র সদস্য সাহিদুর রহমান সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। তারা বিভিন্ন মণ্ডপের আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয় নেতারা জানান, ডা. সাখাওয়াত হাসান জীবনের এ সফর হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ইতিবাচক বার্তা দিয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

বানিয়াচংয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. জীবনের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন

আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ষষ্ঠীর দিন থেকেই হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর ও সদরের বাইরে বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় শুরু করেন।

এর ধারাবাহিকতায় বুধবার (১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়নের মার্কুলী গ্রাম, সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর মণ্ডপ, বানিয়াচং স্থানীয় সদরের রায়েরপাড়া আশ্রম এবং জাতুকর্ণপাড়া শিববাড়ী, হাজরাপাড়া,চানপুর,দত্তপাড়া সহ বিভিন্ন স্থানের পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দেশের সামাজিক সম্প্রীতির প্রতীক। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদী,সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সহ সভাপতি মোশারফ হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, দপ্তর সম্পাদক সাদিক আহমেদ, সিনিয়র সদস্য সাহিদুর রহমান সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। তারা বিভিন্ন মণ্ডপের আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয় নেতারা জানান, ডা. সাখাওয়াত হাসান জীবনের এ সফর হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ইতিবাচক বার্তা দিয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।