ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

উত্তরা ইপিজেডে ৪ কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৫৬ বার পড়া হয়েছে
গত কয়েকদিনের আন্দোলনের জের ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনের মুখে গত রোববার (২৬ অক্টোবর) চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
  1. বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড এবং সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণার পর সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকরা পুনরায় ইপিজেড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা বলেন, আমাদের ভেতর অনেকেই বেতন বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে আসছিলেন, আমি যদিও এই আন্দোলন এ ছিলাম না। হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেল, এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।
বিক্ষোভে অংশ নেওয়া ইপিএফ প্রিন্টিং লিমিটেডের শ্রমিক হালিম মিয়া বলেন, কোনো কারণ ছাড়া হঠাৎ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা পরিবার চালাই এই কাজের আয়ে। কারখানা খুলে দেয়ার দাবিতেই আমরা অবস্থান নিয়েছি।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, গতকাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে কিছু শ্রমিক গেটের সামনে বিক্ষোভ করেছে বলে জানতে পেরেছি।
নীলফামারী সদর থানা-পুলিশের অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, ইপিজেড এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উত্তরা ইপিজেডে ৪ কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ 

আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
গত কয়েকদিনের আন্দোলনের জের ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনের মুখে গত রোববার (২৬ অক্টোবর) চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
  1. বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড এবং সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণার পর সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকরা পুনরায় ইপিজেড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা বলেন, আমাদের ভেতর অনেকেই বেতন বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে আসছিলেন, আমি যদিও এই আন্দোলন এ ছিলাম না। হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেল, এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।
বিক্ষোভে অংশ নেওয়া ইপিএফ প্রিন্টিং লিমিটেডের শ্রমিক হালিম মিয়া বলেন, কোনো কারণ ছাড়া হঠাৎ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা পরিবার চালাই এই কাজের আয়ে। কারখানা খুলে দেয়ার দাবিতেই আমরা অবস্থান নিয়েছি।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, গতকাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে কিছু শ্রমিক গেটের সামনে বিক্ষোভ করেছে বলে জানতে পেরেছি।
নীলফামারী সদর থানা-পুলিশের অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, ইপিজেড এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।