ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের মন্তব্যে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। নারীদের পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে করা ওই মন্তব্যের প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে শিক্ষার্থীরা জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।

ফেসবুকে অধ্যাপক মামুন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নারীদের শপথগ্রহণের ছবি পোস্ট করে লিখেছিলেন ‘এই ব্যক্তিগত স্বাধীনতাকেই আমি সমর্থন করছি। কাল আমি এমন স্বাধীনতা হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ নয়, লাইসেন্সও আছে! শিবির আসুক, সাংবাদিকরাও আসুক।’

তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তিনি পোস্টটি মুছে ফেললেও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে রাতেই প্রতিবাদে নামে। জোহা চত্বর থেকে মিছিল করে তারা পশ্চিমপাড়ার মেয়েদের হলের সামনে যায়, সেখান থেকে আরও শিক্ষার্থীরা যুক্ত হন আন্দোলনে।

বিক্ষোভকারীরা অধ্যাপকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানান।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো ক্রমে হিজাববিদ্বেষীদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। আমাদের পোশাক নিয়ে বারবার কটূক্তি করা হচ্ছে। আমরা চাই, ওই শিক্ষক প্রকাশ্যে ক্ষমা চান, নতুবা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।”

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, “শিক্ষার্থীদের মর্যাদায়, মুসলমান পরিচয়ে, হিজাবের স্বাধীনতায় আঘাত এসেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা আগামীকাল সাংবাদিকতা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।”

নিউজটি শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের মন্তব্যে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

আপডেট সময় : ১০:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। নারীদের পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে করা ওই মন্তব্যের প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে শিক্ষার্থীরা জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।

ফেসবুকে অধ্যাপক মামুন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নারীদের শপথগ্রহণের ছবি পোস্ট করে লিখেছিলেন ‘এই ব্যক্তিগত স্বাধীনতাকেই আমি সমর্থন করছি। কাল আমি এমন স্বাধীনতা হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ নয়, লাইসেন্সও আছে! শিবির আসুক, সাংবাদিকরাও আসুক।’

তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তিনি পোস্টটি মুছে ফেললেও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে রাতেই প্রতিবাদে নামে। জোহা চত্বর থেকে মিছিল করে তারা পশ্চিমপাড়ার মেয়েদের হলের সামনে যায়, সেখান থেকে আরও শিক্ষার্থীরা যুক্ত হন আন্দোলনে।

বিক্ষোভকারীরা অধ্যাপকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানান।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো ক্রমে হিজাববিদ্বেষীদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। আমাদের পোশাক নিয়ে বারবার কটূক্তি করা হচ্ছে। আমরা চাই, ওই শিক্ষক প্রকাশ্যে ক্ষমা চান, নতুবা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।”

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, “শিক্ষার্থীদের মর্যাদায়, মুসলমান পরিচয়ে, হিজাবের স্বাধীনতায় আঘাত এসেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা আগামীকাল সাংবাদিকতা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।”