সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া
- আপডেট সময় : ১১:৪৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বসতঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই এলাকার বাসিন্দা মাহমুদুল হক (৩৭)। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক অশান্তিই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ হতে পারে।

























