ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মাজহারুল ইসলাম উজ্জ্বল, নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “আদি পুষ্টি উন্নয়ন প্রকল্প” এর আওতায় নির্বাচিত খামারিদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও উপস্থাপনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান।
দুই দিনব্যাপী এ কর্মশালায় (২৭ ও ২৮ অক্টোবর) খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঘাস চাষ ও সংরক্ষণ, গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ফরমুলেশনসহ প্রাণিপুষ্টি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান বক্তা ডা. মতিউর রহমান বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রোটিনের ঘাটতি পূরণে প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।” প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন খামারিকে উন্নত জাতের ঘাস চাষে উৎসাহিত করেন এবং বন্যা-খরার মতো দুর্যোগে কীভাবে ঘাস সংরক্ষণ করে পশুখাদ্যের সংকট মোকাবিলা করা যায় তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রাণিপুষ্টির উন্নয়ন মানেই মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”
কর্মশালার শেষে অংশগ্রহণকারী ২৫ জন খামারিদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “আদি পুষ্টি উন্নয়ন প্রকল্প” এর আওতায় নির্বাচিত খামারিদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও উপস্থাপনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান।
দুই দিনব্যাপী এ কর্মশালায় (২৭ ও ২৮ অক্টোবর) খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঘাস চাষ ও সংরক্ষণ, গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ফরমুলেশনসহ প্রাণিপুষ্টি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান বক্তা ডা. মতিউর রহমান বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রোটিনের ঘাটতি পূরণে প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।” প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন খামারিকে উন্নত জাতের ঘাস চাষে উৎসাহিত করেন এবং বন্যা-খরার মতো দুর্যোগে কীভাবে ঘাস সংরক্ষণ করে পশুখাদ্যের সংকট মোকাবিলা করা যায় তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রাণিপুষ্টির উন্নয়ন মানেই মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”
কর্মশালার শেষে অংশগ্রহণকারী ২৫ জন খামারিদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।