সংবাদ শিরোনাম ::
কুলিয়ারচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত
রাম প্রসাদ দাস , কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু ।
সভায় অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামজাদ হোসেন শামীম, আউয়াল তালুকদার, মোঃ জুয়েল রানা, মোঃ রমিজ উদ্দিন রোকন, রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মুছা, মোঃ দেলোয়ার হোসেন, মিশকাত তালুকদার, জিন্নুর মোল্লা, সাদেক হোসেন কিরণ, সাকিব হাসান পাভেল, উছমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান, ছয়সূতী ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরান হোসেন শাকিব, রামদী ইউনিয়ন যুবদলের সভাপতি আলম ভূইয়া, ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম খাজা, সালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা নূরুল ইশরাক ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়েও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দলীয় নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















